জঙ্গল ঘেরা নদী, সেই নদীপথ ধরেই নৌকা ভ্রমণে বের হয়ে পড়েছিলেন গীতশ্রী রায়। তবে গীতশ্রী যেটাতে চড়ে ছিলেন সেটাকে নৌকা বললে হয়ত ভুল হয়ে যায়, এটা মূলত বাঁশ দিয়ে তৈরি একটা ভেলা। সেখানেই কুরুশ কাঁটায় বোনা একটা সাদা পোশাক পরে, রোদ চশমা চোখে দেখা গেল অভিনেত্রীকে। খালি গলায় গান ধরলেন অভিনেত্রী গীতশ্রী রায়। খালি গলায় গাইলেন কুছ পাকর খোনা হ্যায়, কুছ খোকার পানা হ্যায়, জীবন কা মতলব তো আনা অর জানা হ্যায়'... '
এমনই একটুকরো সুন্দর মুহূর্তের ভিডিয়ো রিলস আকারে পোস্ট করেছেন অভিনেত্রী গীতশ্রী রায়। অভিনেত্রীর এই ভিডিয়ো দেখে মুগ্ধ নেটপাড়া। অনেকেই তাঁর এই ভিডিয়ো ঘিরে নানান মন্তব্য করেছেন। কেউ প্রশ্ন করেছেন 'কোথায় গিয়েছিলেন?' কারোর কথায়, ‘সুন্দরবন নাকি?’কেউ আবার বলেছেন, ‘গানটা নেহাত মন্দ নয়!’
আজ্ঞে নাহ। ভিডিয়োটি অভিনেত্রী গীতশ্রী রায় একটা রিলস আকারে পোস্ট করলেও এটা তিনি শ্যুট করেছিলেন গত মাসে। যখন গীতশ্রী তাঁর ফুটবলার প্রেমিক প্রবীর দাসের সঙ্গে সময় কাটাতে কেরালায় গিয়েছিলেন। আর অভিনেত্রী সেখানে গিয়েছিলেন ফুটবলার প্রেমিকের সঙ্গে নিজের জন্মদিন সেলিব্রেট করতে। ভিডিয়োটি তখনই তোলা। বাঁশের তৈরি ভেলায় গীতশ্রীর সঙ্গে তাঁর প্রেমিকও ছিলেন। যদিও এই রিলসে প্রবীরকে দেখা যায়নি। এর আগে নিজের এই কেরালা সফরের বিস্তারিত একটা ভিডিয়োও পোস্ট করেছিলেন গীতশ্রী।
প্রসঙ্গত, সময় পেলেই প্রবীর দাসের সঙ্গে সময় কাটান গীতশ্রী। খেলা দেখতে হাজির হয়ে যান ফুটবল মাঠে প্রেমিকের চিয়ারলিডার হয়ে। সদ্যই একসঙ্গে কাশ্মীর ভ্রমণও সেরেছেন তাঁরা। আর প্রবীর যেহেতু কেরলা এফসি দলের হয়ে ফুটবল খেলেন, তাই মাঝে মধ্যেই প্রেমিকের সঙ্গে সময় কাটাতে কেরালাও চলে যান গীতশ্রী রায়। এই নদী ভ্রমণের ভিডিয়োটিও সেখানে গিয়েই তুলেছিলেন।
জানা যায়, ২০১৯ থেকেই নাকি গীতশ্রী রায়কে মেসেজ করতেন প্রবীর। তবে ২০২১-এ সে তাঁর মেসেজের উত্তর দেন গীতশ্রী। তখন থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। প্রথম বউ তনুশ্রীকে ভুলে গীতশ্রীর হাত ধরেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন প্রবীর। তবে এই প্রেম কবে ছাদনাতলায় গড়াবে সেটা দেখবার! এদিকে প্রথম বিয়েতে প্রবীর দাসের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। সেই অভিযোগ আদালত পর্যন্ত পৌঁছেছিল। তবে প্রবীরের অতীত নিয়ে তাঁর কিছুই যায় আসে না বলেই জানিয়েছিলেন গীতশ্রী।
এদিকে কাজের ক্ষেত্রে, গীতশ্রীকে শেষ দেখা গিয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বিরাজ’ ধারাবাহিকে।