হলি বলি টলি, সম্পর্ক ভাঙার শব্দ সর্বত্র। কেউ স্বীকার করেন, কেউ আবার মৌনতাকেই হাতিয়ার করেছেন। টলিউডে অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় ও অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে জলঘোলা চলছে অনেক দিনই। অভিনেত্রী দেবলীনা দত্তর সঙ্গে দাম্পত্য জীবনে যে চিড় ধরেছে সে কথা সোজাসুজি না বললেও তথাগতর ফেসবুক পোস্ট উত্তর দিচ্ছে সব প্রশ্নের। কিন্তু ধরব ধরব করেও যা ধরা যাচ্ছে না তথাগত-বিবৃতির সম্পর্কের তল।এই বিতর্কের মাঝেই প্রকাশ্যে এল তাঁদের একটি ফটোশুট। সম্প্রতি একটি নামী বাংলা ম্যাগাজিনের জন্য সুখী ঘরকন্নার কর্তা-কর্ত্রী সেজেছেন তাঁরা। চিরকালীন সাবেকি লাল সাদার কম্বিনেশনের পোশাকে নানা ভঙ্গিমায় দেখা মিলেছে তাঁদের। খুব শিগগিরই বড়পর্দায় মুক্তি পাচ্ছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ভটভটি'। যেখানে অভিনয় করেছেন বিবৃতি। 'ভটভটি'তে অভিনয়ের পাশাপাশি ছবি তৈরির প্রতিটি পদক্ষেপে'ভটভটি' নিয়ে পোস্ট দেন তিনি। তার মধ্যেই তথাগত-বিবৃতির ছি নতুন ফটোশুটে দর্শকমহলে প্রশ্ন ছবি মুক্তির আগে এটা কী শুধুই প্রচার কৌশল নাকি এই ছবি প্রকাশের মধ্যে দিয়েই নিজেদের সম্পর্ককে শিলমোহর দিলেন তথাগত- বিবৃতি। উত্তর দেবে সময়।