বাংলা নিউজ > বায়োস্কোপ > Binodini Review: নটীর জীবনের নিপাট কোলাজ 'বিনোদিনী'! সকলকে ছাপিয়ে গেলেন রুক্মিণী

Binodini Review: নটীর জীবনের নিপাট কোলাজ 'বিনোদিনী'! সকলকে ছাপিয়ে গেলেন রুক্মিণী

কেমন হল 'বিনোদিনী'র উপাখ্যান?

Binodini Ekti Natir Upakhyan Review: মুক্তি পেল রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী একটি নটীর উপাখ্যান। কেমন হল ছবি, ৫ বছরের দীর্ঘ লড়াই কতটা ভালো লাগল, কতটাই বা খামতি থাকল জানাচ্ছে হিন্দুস্থান টাইমস বাংলা।

ছবি: বিনোদিনী একটি নটীর উপাখ্যান

পরিচালনা: রাম কমল মুখোপাধ্যায়

অভিনয়ে: রুক্মিণী মৈত্র, কৌশিক গঙ্গোপাধ্যায়, ওম সাহানি, রাহুল বসু প্রমুখ

রেটিং: ৪/৫

বিনোদিনীর প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া, স্বপ্ন পূরণ করা বা তাঁর গল্পকে বড় পর্দায় আনা নয়। গত পাঁচ বছর ধরে চরিত্রটিকে রীতিমত নিজের অন্দরে যে লালন করেছেন, চরিত্রটাকে যাপন করছেন সেটাই যেন বুঝিয়ে দিলেন রুক্মিণী মৈত্র। হয়তো দীর্ঘদিন কোনও চরিত্রকে নিজের সঙ্গে বয়ে নিয়ে চললে এমনটা হয়, কী জানি! যাক গে, এবার আসা যাক বিনোদিনী একটি নটীর উপাখ্যান কেমন লাগল সেই বিষয়ে।

বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির বিষয়

সিনেমার গল্পে উঠে এসেছে নটী বিনোদিনীর ছোটবেলা, 'থ্যাটারের' প্রতি তাঁর টান জন্মানোর গল্প থেকে, সেই সময় পতিতাদের লড়াইয়ের গল্প থেকে গিরিশ ঘোষের নজরে পড়া, সেখান থেকে তাঁর মানসকন্যা হয়ে ধীরে ধীরে বদলে যাওয়া জীবন। প্রেম, পুরুষের আগমন, স্বপ্ন দেখা, প্রতারিত হওয়া সহ সমস্ত কথাই। বিনোদিনীর জীবনে টুকরো টুকরো কাহিনি দিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য।

আরও পড়ুন: ৫ বছরের লড়াইয়ের অবসান, বিনোদিনী মুক্তি পেতেই কেক কেটে উদযাপন দেব-রুক্মিণীর! আবেগে কেঁদে ফেললেন নায়িকার মা

আরও পড়ুন: 'লুকিয়ে মুখ্যমন্ত্রীকে মেসেজ...’, ‘বিনোদিনী’ রূপে রুক্মিণীই কেন, প্রশ্নের জবাবে HT বাংলাকে রামকমল দিলেন Exclusive জবাব

কেমন হল বিনোদিনী একটি নটীর উপাখ্যান?

রুক্মিণী মৈত্রর কথা তো আগেই বললাম। বাংলা থিয়েটার জগতের নাট্য সম্রাজ্ঞী যদি তিনি হন তাহলে এই সিনেমার নায়ক , নায়িকা যাই বলুন সবটাই তিনি। এই ছবির জন্য যে তিনি সুদীপ্তার থেকে প্রশিক্ষণ নিয়েছেন সেটা বেশ বোঝা যাচ্ছিল। তাঁর চরিত্রের বদলটা সব থেকে আকর্ষণীয় লেগেছে, সে থিয়েটারের মঞ্চে হোক বা এমনই জীবনে। তবে কেবল রুক্মিণী নন, এই ছবির প্রতিটি অভিনেতাই যেন এ বলছেন আমায় দেখ, তো ও বলছে আমায়। সবার আগে বলি চান্দ্রেয়ী ঘোষের কথা। ওঁকে গোলাপের চরিত্রে দেখার পর আর কাউকে ওই চরিত্রে ভাবতে পারলাম না। কী দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন চরিত্রটাকে। কখনও কখনও পর্দায় তিনি আর রুক্মিণী একসঙ্গে থাকলে তাঁর দিকেই নজর আটকেছে। ওঁকে যে কেন বাংলা ইন্ডাস্ট্রি সেভাবে ব্যবহার করল না!

ওম সাহানি কুমার বাহাদুরের চরিত্রে যথাযথ। তাঁর এবং রুক্মিণী মৈত্রর রসায়ন বেশ লেগেছে। সেই জমিদার বা রাজপুত্র সুলভ আভিজাত্য নিপাট ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। গিরিশ ঘোষের চরিত্রে নজর কেড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ও। ছোট হলেও অল্প সময় আবারও নিজের জাত চেনালেন রাহুল বসু। অন্যদিকে মীর, গৌতম হালদার, চন্দন রায় সান্যাল সহ অন্যান্যরা নিজ নিজ জায়গায় যথাযথ।

এই সিনেমার সবথেকে স্ট্রং পয়েন্ট এর সংলাপ এবং ব্যাকগ্র্যান্ড স্কোর-গান। কিছু জায়গায় সংলাপ শুনে গায়ে কাঁটা দিতে বাধ্য। আবার ঠিক তেমন ভাবেই সৌরেন্দ্র সৌম্যজিতের করা ব্যাকগ্র্যান্ড স্কোর ছবিটিকে যেন আলাদা মাত্রা দিয়েছে। কোনও গান জোর করে গুঁজে দেয়া হয়েছে মনে হয়নি। বরং বেশ সুন্দর করে দৃশ্যের সঙ্গে মানিয়ে গিয়েছে। সেই কানহা বলুন বা আজই বরিষ রাতে, কিংবা হরি মন মজায়ে.... এক একটি গান এক একরকমের অনুভূতি এনে দিয়েছে। আর প্রতিটি বিষয়কে যে সুন্দর ভাবে এক সুতোয় গেঁথে নিপাট ভাবে পরিচালক পরিবেশন করেছেন তার জন্য রাম কমল মুখোপাধ্যায়ের তো বাহবা অবশ্য প্রাপ্য। 

গোলাপের মৃত্যু দৃশ্য থেকে ওয়েস্টমিনিস্টারের জন্য ফটোশ্যুট, কিংবা একেবারে শেষ দৃশ্যে নিজ বাড়িতে বিনোদিনীর প্রত্যাবর্তন গায়ে কাঁটা দেওয়াবে। কিংবা অজান্তেই চোখে কোণ ভিজিয়ে দেবে।

আরও পড়ুন: মাদকের টানে করেছেন চুরি, ভেঙেছেন অন্যের গাড়ির লক! নেশামুক্তির ১৭ বছর পর অনিন্দ্য লিখলেন, 'লড়াইটা কঠিন ছিল'

কিছু জায়গায় অতি নাটকীয়তা মনে হতে পারে কিন্তু সেটুকু বাদ দিলে বড় পর্দায় গিয়ে দেখার মতোই ছবি বিনোদিনী একটি নটীর উপাখ্যান।

বায়োস্কোপ খবর

Latest News

গরমে শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ! সবুজ রাখতে শুধু এই ৫টি টিপস মেনে চলুন 'এটা ক্ষমার অযোগ্য…', পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যা, প্রতিবাদে সোচ্চার অক্ষয়-ভিকিরা দিল্লিতে জয়শংকর, ডোভালকে নিয়ে হাইভোল্টেজ মিটিং মোদীর, কাশ্মীরে কী পরিস্থিতি? প্রয়াণের মাত্র ৩৭ দিন আগে অস্কার পান সত্যজিৎ, কী বলেছিলেন হাসপাতালের বেডে শুয়ে? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ সৌদির সফর ছেঁটে বুধে দিল্লি ফিরলেন মোদী, এসেছে ট্রাম্পের ফোন, নেতানিয়াহুর বার্তা একটি ফ্রিজ কত বিদ্যুৎ খরচ করে? নিয়মিত ফ্রিজ চালিয়েও বিদ্যুৎ বিল বাঁচাবেন কীভাবে? ‘মৌচাকে ঢিল পড়েছে’, ‘ফি’ নিয়ে আন্দোলনে তারকারা!বিতর্কের মাঝে ফের তোপ অরিন্দমের জঙ্গিদের মুখে ছিল মোদীর প্রতি তিরস্কার? কেউ বললেন,'গুলি চালানোর আগে…' কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত

Latest entertainment News in Bangla

'এটা ক্ষমার অযোগ্য…', পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যা, প্রতিবাদে সোচ্চার অক্ষয়-ভিকিরা ‘মৌচাকে ঢিল পড়েছে’, ‘ফি’ নিয়ে আন্দোলনে তারকারা!বিতর্কের মাঝে ফের তোপ অরিন্দমের ৪০ কোটির দোরগোড়ায় অক্ষয়ের কেশরী চ্যাপ্টার ২, কী হাল জাট-সিকান্দরের? বক্স অফিসে ঝড় তুলছে কেশরী ২! ৪ দিনে টপকে গেল ইমার্জেন্সি ও দেবা-কে, কত হল আয়? মরে গেল কথা,বউ হারিয়ে মদ্যপ এভি! এবার কি সাহেবের জন্য সুস্মিতার বদলে নতুন নায়িকা রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক ২৮শেও অটুট সৌরভ-ডোনার দাম্পত্য! ‘খুব ধৈর্য ওঁর…’ স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ দাদা আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু? মা-ছেলে থেকে স্বামী-স্ত্রী! বউয়ের থেকে বর ৮ বছরের ছোট, বলুন তো কোন বলি তারকা? প্রেমে করছেন সায়ক? ‘মা কেও জানিয়েছি…', নায়িকার সঙ্গে ছবি দিয়ে লিখলেন অভিনেতা

IPL 2025 News in Bangla

মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার DC-র বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করে শূন্য রানে বোল্ড পন্ত, বিরক্তির হাসি গোয়েঙ্কার! পন্তকে প্যাড পরিয়ে বসিয়ে রাখল LSG, খেলাল ২টি বল, কার সিদ্ধান্ত? প্রশ্ন কুম্বলের রোহিত-কোহলি-জাদেজা অবসরে, IPL-এ চমক দেখিয়ে T20 WC 2026-এর দলে ঢুকতে পারেন কারা? KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? হয়ে গেল দুধ কা দুধ, পানি কা পানি… ধোনির সম্পর্কে এই ২টি হাস্যকর মিথ্যে রটায় লোকে রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেনে ৪টি পুরস্কার গিলের, তালিকায় KKR-এর একা রঘুবংশী

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.