বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia-Ranbir on Ram Mandir: রয়েছে আমন্ত্রণ, তবুও রণবীর-আলিয়াকে রামমন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় প্রথমে! কেন?
পরবর্তী খবর
Alia-Ranbir on Ram Mandir: রয়েছে আমন্ত্রণ, তবুও রণবীর-আলিয়াকে রামমন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় প্রথমে! কেন?
2 মিনিটে পড়ুন Updated: 23 Jan 2024, 11:28 AM ISTSubhasmita Kanji
Alia-Ranbir on Ram Mandir: আমন্ত্রিত অথচ প্রথমে রণবীর আলিয়াকে রাম মন্দিরের ঢুকতেই দেওয়া হয়নি! কিন্তু কেন?
রণবীর-আলিয়াকে রামমন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় প্রথমে!
২২ জানুয়ারি ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বলিউডের একাধিক অভিনেতারা উপস্থিত ছিলেন। আমন্ত্রণ পেয়ে এসেছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুরও। কিন্তু একি! আমন্ত্রণ থাকা সত্বেও প্রথমেই তাঁদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়! কিন্তু কেন? কী করেছিলেন তাঁরা?
রামমন্দিরে রণবীর এবং আলিয়াকে ঢুকতে বাধা
রণবীর কাপুর , আলিয়া ভাট এবং রোহিত শেট্টি যখন এদিন রামমন্দিরে পৌঁছন তখন তাঁরা ভুল গেটে চলে গিয়েছিলেন। তাই আমন্ত্রণ থাকা সত্বেও তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়। সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে রণবীর আলিয়ারা ভুল গেটে চলে গিয়েছিলেন রাম মন্দিরের। তাই প্রাথমিক ভাবে তাঁদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হয়। তখন তাঁরা নিজেদের ভুল বুঝতে পারেন, এবং তৎক্ষণাৎ সঠিক গেটের কাছে আসেন।
এরপর রণবীর এবং আলিয়াকে ক্যাটরিনা আর ভিকির সঙ্গে একটি ব্যাটারি চালিত গাড়ি করে রাম মন্দির ঘুরতে দেখা যায়। তাঁরা সকলের উদ্দেশ্যে হাত নাড়েন। রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে রোহিত শেট্টি, রণবীর কাপুর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মধুর ভান্ডারকর, সুভাষ ঘাই সহ একাধিক বলিউড ব্যক্তিত্ব একসঙ্গে বসেছিলেন। সকলে মিলে সেলফিও তোলেন। তাঁদের সেই সেলফি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। সেটা দিয়ে বানানো হয়েছে নানা মিমও।
রণবীর কাপুর এদিনের অনুষ্ঠানের জন্য পরে এসেছিলেন একটি সাদা ধুতি এবং পাঞ্জাবি। সঙ্গে গায়ে দেওয়া ছিল শাল। অন্যদিকে আলিয়া পরেছিলেন টিল রঙের একটি শাড়ি যার পাড়ে রামায়ণের গল্প তুলে ধরা হয়েছিল।
রাম মন্দিরের উদ্বোধন এবং রাম লালার প্রাণ প্রতিষ্ঠার প্রসঙ্গে
২২ জানুয়ারি উদ্বোধন হল অযোধ্যার রামমন্দিরের। অনেকেই মনে করছেন ১৫২৮ সালের পর ২০২৪ সালে রাম আবার তাঁর জন্মভূমিতে ফিরে এলেন। এই জন্যই গোটা অযোধ্যা জুড়ে উৎসবের আমেজ চলছে। জয় শ্রী রাম ধ্বনিতে ভরে গিয়েছে বাতাস। এর মাঝেই এদিন রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।