মুক্তির পর থেকেই বক্স অফিসে দুরন্ত গতিতে ছুটছে অজয়ের রেইড-২। এই দৌড় যেন থামবার নয়। আর একের পর এক সাফল্য পকেটে পুরছে অজয়ের এই ছবি। তথ্য বলছে, ইতিমধ্যেই অজয় দেবগনের নিজের ছবি সিংঘম রিটার্নসের লাইফটাইম কালেকশনকে টপকে গিয়েছে রেইড ২। তার সামনে এখন শয়তান-এর রেকর্ড। রেইড ২ কি সেই রেকর্ডও ভেঙে ফেলবে? কত হল এই ছবির ১৮ দিনের কালেকশন?
রেইড ২ বক্স অফিস
Sacnilk.com প্রাথমিক প্রতিবেদন অনুসারে, মুক্তির ১৮ দিনের মাথায় এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৫.৫০ কোটি টাকা। অর্থাৎ বলাই বাহুল্য মুক্তির পর তৃতীয় রবিবারে এসেও জমিয়ে ব্যবসা করেছে এই ছবি। ছবির মোট আয় দাঁড়িয়ে ১৪৯ কোটি টাকা। অর্থাৎ দেড়শো কোটি হতে বাকি মাত্র ১ কোটি।
চলুন দেখে নি 'রেইড ২'-এর দৈনিক কালেকশন
১ মে মুক্তি-র প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৯.২৫ কোটি টাকা।
২ মে মুক্তি-র দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটি টাকা।
৩মে মুক্তি-র তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কোটি টাকা।
৪মে মুক্তি-র চতুর্থ দিন (রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ২২ কোটি টাকা।
৫ মে মুক্তি-র পঞ্চম দিনে (সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৭.৫ কোটি টাকা।
৬ মে মুক্তি-র ষষ্ঠ দিনে (মঙ্গলবার) ‘রেইড ২’র আয় ছিল ৭ কোটি টাকা।
৭ মে মুক্তি-র সপ্তম দিনে (বুধবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৭৫ কোটি টাকা।
৮ মে মুক্তি-র অষ্টম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ৫.২৫ কোটি টাকা।
প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন ছিল ৯৫.৭৫ কোটি টাকা
৯মে মুক্তি-র নবম দিনে (দ্বিতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৫ কোটি টাকা।
১০ মে মুক্তি-র দশম দিনে (দ্বিতীয় শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ৮.২৫ কোটি টাকা।
১১ মে মুক্তি-র এগারো দিনে (দ্বিতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ১১.৭৫ কোটি টাকা।
১২ মে মুক্তি-র বারোতম দিনে (দ্বিতীয় সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৮৫ কোটি টাকা।
১৩ মে মুক্তি-র তেরোতম দিনে (দ্বিতীয় মঙ্গলবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৫ কোটি টাকা।
১৪ মে মুক্তি-র চৌদ্দতম দিনে (দ্বিতীয় বুধবার) ‘রেইড ২’র আয় ছিল ৩.২৫ কোটি টাকা।
১৫ মে মুক্তি-র পনেরোতম দিনে (দ্বিতীয় বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ৩ কোটি টাকা।
দ্বিতীয় সপ্তাহের বক্স অফিস কালেকশন ছিল ৪০.৬ কোটি টাকা
১৬ মে মুক্তি-র ১৬ তম দিনে (তৃতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৩ কোটি টাকা।
১৭ মে মুক্তি-র ১৭ তম দিনে (তৃতীয় শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.১৫ কোটি টাকা।
১৮ মে মুক্তি-র ১৮ তম দিনে (তৃতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ৫.৫০ কোটি টাকা।
অর্থাৎ ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে- ১৪৯ কোটি টাকা।
বক্স অফিস রিপোর্ট বলছে রাজকুমার গুপ্ত পরিচালিত 'রেড টু' ছবির গল্প শুরু থেকেই ফিল্ম সমালোচকরাও এই সিনেমাটি সম্পর্কে দারুণ রিভিউ দিয়েছেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন ও রীতেশ দেশমুখ। দুই তারকাই তাঁদের বলিষ্ঠ অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছেন। ২০২৫ সালের ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। বলাই বাহুল্য অজয় দেবগনের এই ছবি বক্স অফিসে সুপার হিট হওয়ার পথে হাঁটছে। যেখানে বলিউড সুপারস্টারদের ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, যেখানে অজয় দেবগন-রীতেশ দেশমুখরা বক্স অফিসে নিজস্ব করিশ্মা দেখাচ্ছেন।
প্রসঙ্গত, ‘সিংহাম রিটার্নস’-এর রেকর্ড ভাঙার পর অজয় দেবগনের সামনে এখন 'শয়তান'-এর রেকর্ড। 'শয়তান'-এর বক্স অফিস কালেকশন ১৪৮.২১ কোটি। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই শয়তানকে পিছনে ফেলে দেবে অজয়ের রেইড ২।