বয়স মাত্র ২২। এই মুহূর্তে সুখের সপ্তম স্বর্গে বাস করছেন টেলিপর্দার দাপুটে খলনায়িকা 'মিশকা' ওরফে অহনা দত্ত। হ্য়াঁ, ভীষণই অল্প বয়সেই মা হতে চলেছেন অহনা। আসন্ন মাতৃত্ব নিয়ে আপাতত অহনার দুচোখ ভরে চলছে স্বপ্নের জাল বোনা। আর সেই স্বপ্ন মেকআপ শিল্পী স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
কিন্তু কবে আসছে অহনা-দীপঙ্করের প্রথম সন্তান? এখন কত মাসের গর্ভবতী টেলিপর্দার ‘মিশকা’?
৩ মে, শনিবার অহনার ফেসবুকের পাতায় উঠে আসা অন্তঃসত্ত্বাকালীন ফটোশ্যুটের ছবিই সব বলে দিচ্ছে। সেই পোস্টে অভিনত্রী নিজেই লিখেছেন, যে তিনি এই মুহূর্তে ৬ মাসের অন্তঃসত্ত্বা। যার ক্যাপশানে লিখেছেন, ‘I see forever in your eyes little one’, অর্থাৎ তোমার চোখের মধ্যে দিয়েই আমি চিরকাল দেখতে পাই ছোট্ট শিশু।
ছবিতে কালো বডি হাগিং স্লিভলেস টি-শার্টে দেখা যাচ্ছে অহনাকে। এক্কেবারেই ছিমছাম ক্যজুয়াল লুকে ধরে পড়েছেন তিনি। ছবিতে অহনাকে কখনও হাসিখুশি দেখাচ্ছে, কখনও আবার তাঁর চোখে ফুটে উঠেছে গভীর প্রতীক্ষা।