আইপিএলের কার্যত প্রতি ম্যাচেই ছক্কার ফুলঝুরি দেখা যায়। নিতান্ত ছোটখাটো নয়, বরং ১০০ মিটারের বিশাল ছক্কাও দেখা যায় হামেশাই। তবে রবিবার ধরমশালা স্টেডিয়ামে পঞ্জাব কিংসের শশাঙ্ক সিং এমন একটি ছক্কা হাঁকান, যা রীতিমতো হতবাক করে দেয় সকলকে। এমন ছক্কা দেখে পঞ্জাব মালকিন প্রীতি জিন্টার প্রতিক্রিয়া ছিল দেখার মতো।
রবিবার ধরমশালায় আইপিএল ২০২৫-এর ৫৪তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ধরমশালার ছবির মতো সুন্দর এই স্টেডিয়ামটি পঞ্জাবের দ্বিতীয় হোম গ্রাউন্ড। এই ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব কিংস।
পঞ্জাব ইনিংসের ১৬.৫ ওভারে মায়াঙ্ক যাদবের বলে জোরালো পুল শট খেলেন শশাঙ্ক সিং। এমনিতে মায়াঙ্ক যাদবের বলে কতটা গতি থাকে, সেটা সকলেরই জানা। তেমন দুরন্ত গতির বলে লেগ-সাইডে সজোরে ব্যাট চালান শশাঙ্ক। ফলে বল গিয়ে পড়ে ধরমশালা স্টেডিয়ামের ছাদে। বল স্টেডিয়ামের ছাগে ড্রপ করার পরে স্টেডিয়ামের বাইরে চলে যায়। এমন বিশাল ছক্কা দেখে প্রীতি জিন্টা যারপরনাই আপ্লুত হন। তাঁর প্রতিক্রিয়ায় ফুটে ওঠে অবিশ্বাস।
ম্যাচে পঞ্জাবের বিধ্বংসী ওপেনার প্রিয়াংশ আর্য (১) প্রথম ওভারেই আউট হয়ে বসেন। শ্রেয়স আইয়ার এক্ষেত্রে নিজে ব্যাট করতে না নেমে জোশ ইংলিসকে তিন নম্বরে ব্যাট করতে পাঠান। ইংলিস ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন।