সোনু নিগম সম্প্রতি একটা অনুষ্ঠানে পারফর্ম করছিলেন, ঠিক তখনই তাঁর এক ভক্ত কন্নড় ভাষায় একটি গানের অনুরোধ করেন। এই কথা শুনেই সোনু নিগম বলেন, ‘কন্নড়, কন্নড়, কন্নড়, সেই কারণেই পহেলগাঁওয়ে ওই দুর্ঘটনাটি ঘটেছে।’ সোনু নিগমের এই মন্তব্য ঘিরেই দানা বাঁধে বিতর্ক। এবার তাঁর এই মন্তব্যের জেরে গায়কের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল একটি কন্নড়পন্থী সংগঠন। সোনু নিগমের ওই বিবৃতির কারণেই এই কন্নড়পন্থী সংগঠনটি এমন পদক্ষেপ করেছে। তাঁদের দাবি তিনি কন্নড়ভাষী সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন।
সোনুর বিরুদ্ধে অভিযোগে যা বলা হয়েছিল
'কর্ণাটক রক্ষা বেদিকে'-র বেঙ্গালুরুর সভাপতি সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি যে, গায়ক কর্ণাটকের কন্নড় ভাষায় কথা বলা মানুষদের প্রতি ঘৃণাসূচক মন্তব্য করেছেন, যা হিংসাকে উস্কে দিতে পারে। অভিযোগে বলা হয়েছে, ‘সোনু নিগমের বক্তব্য কন্নড় সম্প্রদায়ের উপর বিরাট আঘাত এনেছে। একটা সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানে গায়ককে কন্নড় গান গাওয়ার অনুরোধকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করে সোনু নিগম কন্নড়দের অসহিষ্ণু বা হিংস্র বলে দাগিয়েছেন, যা তাঁদের শান্তিপ্রিয় প্রকৃতির একেবারে পরিপন্থী।’প্রসঙ্গত, বেঙ্গালুরুর বীরনগরের একটি কলেজে ২৫-২৬ এপ্রিল আয়োজিত একটি সঙ্গীত অনুষ্ঠানে সোনু নিগম এই বিতর্কিত মন্তব্যটি করেন। তাঁর ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়। তার পর এক কন্নড়পন্থী সংগঠন তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে। ভিডিয়োতে দেখা যায় সোনু নিগমকে একজন ভক্ত কন্নড় ভাষায় একটি গান গাওয়ার জন্য তাঁকে রীতিমতো হুমকি দিচ্ছে। তিনি এই আচরণকে ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তুলনা করেন।