রনবীর আল্লাহবাদিয়ার যৌন বিতর্ক এখনও চলছে, তার মধ্যেই আবার অন্য এক কমেডিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। কৌতুক শিল্পী মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতিকে অপমান করার অভিযোগ উঠল। একাধিক ধারায় কৌতুক শিল্পীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এই প্রথম নয়, এর আগেও মুনাওয়ারের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিন বছর আগে হিন্দু দেব দেবীদের নিয়ে রসিকতা করার অপরাধে জেল খাটতে হয়েছিল তাঁকে। এবার আরও একবার বিপাকে পড়লেন তিনি। ‘হপ্তা ওয়াসুলি’ কমেডি শোয়ে অশ্লীলতা প্রচারের পাশাপাশি একাধিক ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছে কৌতুক শিল্পীর বিরুদ্ধে।
আরও পড়ুন: রিলের বাইরে রিল লাইফে কেমন সম্পর্ক মিত্তির বাড়ির সদস্যদের? কী বললেন অনুরাধা-পারিজাতরা?
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে আচমকাই পুনমকে জাপটে ধরে চুমু খেতে যান, অবশেষে মুখ খুললেন দীপক, কে তিনি?
জিও হটস্টার ডিজিটাল প্লাটফর্মে এই কমেডি শো দেখানো হয়। এই অনুষ্ঠানে বারবার একাধিক ধর্মকে অপমান করেছেন মুনাওয়ার, এমনটাই দাবি আইনজীবী অমিতা সচদেবের। আইনজীবীর দাবি অনুযায়ী, অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক এই অনুষ্ঠানটি।
তবে শুধু আইনজীবী নন, হিন্দু জনজাগ্রতি সমিতির তরফ থেকেও কৌতুক শিল্পীর বিরুদ্ধে একই অভিযোগ করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার তথ্য প্রযুক্তি আইনের আওতায় ১৯৬, ২৯৯ এবং ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ফারুকীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে খুব শীঘ্রই কৌতুক শিল্পীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: এড শিরানকে পেয়ে অরিজিৎ কি ভুললেন রূপমকে? ঘোষণার ২ বছর পরেও কেন এল না জুটির গান, কী বললেন রকস্টার?
আরও পড়ুন: ওরিকে বিয়ে করছেন ঊর্বশী? পোস্ট ভাইরাল হতেই নেটপাড়া বলছে, ‘পৃথিবীর সর্বপ্রথম…’
প্রসঙ্গত, হিন্দু দেবদেবী এবং হিন্দু রীতিনীতি নিয়ে কথা বলায় বিগত কয়েক দিনের মধ্যে বেশ কয়েকজন তারকা বিতর্কের সম্মুখীন হয়েছেন। একদিকে যেমন মহাকুম্ভ নিয়ে রসিকতা করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ভারতী সিং তেমন অন্যদিকে দোল বা হোলি নিয়ে কথা বলতে গিয়ে আইনি বিপাকে জড়াতে হয়েছে পরিচালক ফারাহ খানকে। এবার পালা মুনাওয়ারের।