Saswata Chatterjee: কখনও পার্সি তো, কখনও অ্যাংলো ইন্ডিয়ান, এবার বহুরূপী শাশ্বত! ‘একেন বাবু’তে বড় চমক অভিনেতার
Updated: 21 Apr 2025, 07:46 AM IST Ayan Das 21 Apr 2025 Eken: Benaras e Bibhishika, Saswata Chatterjee, অনির্বাণ চক্রবর্তী, Anirban Chakrabarti, শাশ্বত চট্টোপাধ্যায়আবার নতুন অভিযান নিয়ে ফিরছে ‘একেন বাবু’। এবার তার ... more
আবার নতুন অভিযান নিয়ে ফিরছে ‘একেন বাবু’। এবার তার গন্তব্য বেনারস। তবে এবার আর ওটিটি নয়, একেবারে বড় পর্দায় ধরা দেবেন 'একেন' অনির্বাণ চক্রবর্তী। আর তার এই অভিযানে নানা রূপে ধরা দেবেন শাশ্বত চট্টোপাধ্যায়।
পরবর্তী ফটো গ্যালারি