শাকিব খানের সঙ্গে ইদের আগেই ‘চাঁদমামা’ উপহার দিয়েছেন নুসরত জাহান। বর্তমানে নায়িকা স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে ব্যস্ত ‘আড়ি’র শ্যুটিং নিয়ে। তার মাঝেই ইদের দিন তারকা জুটির পোস্ট দেখে সরগরম নেটপাড়া।
আরও পড়ুন: মটন-চিংড়ি-সেমাই, ইদে খাঁটি বাঙালি খাবার পরিণীতার ‘মল্লার’ রিয়াজের বাড়িতে! টলিপাড়া থেকে কে কে হাজির ছিলেন?
সোমবার ইদের আবহে দরগায় যাওয়ার ছবি পোস্ট করে ইদ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন যশ-নুসরত। এক ফ্রেমে ধরা না দিলেনও আলাদা আলাদা ছবি পোস্ট করে তাঁরা ইদের শুভেচ্ছা জানিয়েছেন। আর তারপরই তাঁদের ছবি নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। অনেকেই অভিনেতাকে ‘ধর্মাচরণের’ কথা মনে করিয়ে দিলেন।
আরও পড়ুন: ঐন্দ্রিলার জন্মদিনে আদুরে পোস্ট অঙ্কুশের!জানেন কীভাবে ১৩ বছর আগে একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা?
স্যোশাল মিডিয়ায় ইদ উপলক্ষ্যে একাধিক ছবি পোস্ট করেছেন যশ। সেখানে অভিনেতাকে কালো জোব্বা ‘জিলবাব’ পরনে দেখা গিয়েছে। নায়কের মাথায় বাঁধা ছিল সৌদি-আরব স্টাইলে বান্দানা। চোখে ছিল রোদচশমা। দরগা চত্বরে দাঁড়িয়েই এই ছবি তুলেছেন যশ। তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই সরগরম নেটপাড়ার। অনেকেই কমেন্ট করেছেন ‘জয় শ্রীরাম’। আবার কেউ কেউ লিখেছেন, ‘এভাবেই নিজের ধর্মের বিনাশ করে এঁরা।' আবার কেউ কেউ অভিনেতাকে ইদের শুভেচ্ছাও জানিয়েছেন যশকে।
আরও পড়ুন: ‘খুব জলদি আসছে না…’! ধূমকেতু নিয়ে এ কী বললেন দেব, ফের মুখ ভার অনুরাগীদের
তবে একা যশ নয় নুসরতকেও ওই একই দরগায় ছবি তুলে পোস্ট করতে দেখা গিয়েছে। তাঁর পরনে ছিল নীল ঢিলেঢালা পোশাকি ‘খিমার’। নেটপাড়ার যশের ভাগ্যে কটাক্ষ জুটলেও নায়িকাকে বেশির ভাগই শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বাংলাদেশের অনুরাগীরাও বাদ যাননি।
আরও পড়ুন: ডেলিভারি বয়দের ভোজ খাওয়ালো রেস্তোরাঁ, মা-কে নিয়ে সাক্ষী থাকলেন সায়ক! আর কে কে ছিলেন অতিথি তালিকায়?
সূত্রের খবর, ইদ উদযাপনের জন্য এই তারকা দম্পতি নাকি সৌদি-আরবের কোনও এক দরগায় গিয়েছেন। সেখান থেকেই ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। প্রতি বছরই ইদের জন্য বিশেষ পরিকল্পনা থাকে নুসরতের। পরিবারের সকলকে নিয়ে উদযাপনে মাতেন তিনি। সঙ্গে থাকে এলাহি ভোজ। শোনা যায় নিজে হাতে বিরিয়ানিও নাকি তৈরি করেন নুসরত। তাছাড়াও হাত সাজিয়ে তোলেন মেহেন্দিতে। তবে এবার একটি অন্য ভাবে ইদ পালন করলেন যশ-নুসরত।