মাস কয়েক আগে ফের চর্চায় উঠে এসেছিল রানা সরকার প্রযোজিত ছবি ধূমকেতুর কথা। প্রায় বছর নয়েক আগে ছবির শ্যুটিং হয়ে গেলেও এখনও মুক্তির আলো দেখেনি এই ছবি। তার মাঝেই ২৩ মে মুক্তি পেল প্রযোজকের নতুন ছবি অঙ্ক কি কঠিন। আর সেই ছবির প্রিমিয়ারে তিনি এদিন কথা বললেন শেলফে থাকা তার বহু অপেক্ষিত ছবি ধূমকেতু নিয়ে।
আরও পড়ুন: অরিজিৎ জেনেবুঝেই ফেম গুরুকুলে শমিতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন? কাজী তৌকির বললেন, 'হ্যাঁ, হ্যাঁ...'
কী ঘটেছে?
দ্য ওয়ালের তরফে তাঁদের একটি রিপোর্টে জানানো হয়েছে অগস্ট মাসেই নাকি মুক্তি পেতে চলেছে ধূমকেতু। একই সঙ্গে প্রযোজক রানা সরকারও এই বিষয়ে তাঁর সমাজমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন অঙ্ক কি কঠিন ছবিটি যদি সবাই হলে গিয়ে দেখেন তবেই নাকি সহজ হবে ধূমকেতুর জটিল অঙ্ক। তবে কি তিনি ইঙ্গিতে এটাই বোঝালেন সৌরভ পালোধী পরিচালিত অঙ্ক কি কঠিনের ব্যবসার উপর নির্ভর করছে ধূমকেতুর মুক্তি?
এদিন রানা সরকার লেখেন, 'ধূমকেতু নিয়ে অঙ্ক কষার দিন কি শেষ ? ধূমকেতু রিলিজের আগে অঙ্ক কি কঠিন রিলিজ হচ্ছে কাল। ধূমকেতুর অঙ্ক সহজ হবে যদি সবাই সিনেমা হলে গিয়ে অঙ্ক কি কঠিন সিনেমাটা দেখেন। শেষ ভালো যার, সব ভালো তার।'
প্রসঙ্গত কিছু মাস আগেও রানা সরকার নিজেই ধূমকেতু নিয়ে একটি ইঙ্গিতবহ পোস্ট করেন। তাঁর পোস্ট করা সেই স্ক্রিনশটে দেখা গিয়েছিল লেখা রয়েছে, '১৬ মে রিলিজ করব।' আর সেই কথার নিচে রানা সরকার তথাস্তুর মতো ইমোজি পাঠিয়েছেন। যদিও তাঁর সেই পোস্টে ধূমকেতু ছবির নাম ছিল না কোথাও, কিন্তু অনুরাগীদের অনুমান সেটাই ছিল। তবে মে মাসে তো মুক্তি পেল না দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত সেই ছবি। এখন অগস্টে সত্যিই সেটা মুক্তি পায় কিনা সময়ই বলবে।
আরও পড়ুন: আর দাদাগিরি করবেন না সৌরভ! জি-র কুইজ শোয়ের হাল ধরছেন কোন তারকা?
ধূমকেতু প্রসঙ্গে
ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘ধূমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল এই ছবির। কিন্তু নানা কারণে গত ৯ বছর ধরে মুক্তি পিছিয়ে যায় ক্রমাগত। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি।সম্প্রতি রানা সরকারের সঙ্গেই একটি ছবি পোস্ট করে দেব লিখেছিলেন, ‘এমনি। এবার অন্তত ভালো কিছু আশা করা যাক’। এই ছবির বিষয়ে আপডেট দিয়ে রানা HT বাংলাকে জানিয়েছেন, ‘আমি আর দেব চেষ্টা করছি ছবিটা রিলিজ করার। সব জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।’ এই ছবিটির প্রযোজনা করেছেন রানা সরকার এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।
রানা সরকারের অন্যান্য প্রজেক্ট
রানা সরকার প্রযোজিত অঙ্ক কি কঠিন মুক্তি পেল সদ্যই। সৌরভ পালোধী পরিচালিত এই ছবিতে উঠে আসবে ছোটদের কথা। এছাড়া তাঁর এবং SVF -এর সহ প্রযোজনায় আসছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে।