এক সময় টলিউডের অন্যতম সেরা জুটি ছিল দেব-শুভশ্রী জুটি। তবে ব্যক্তিগত সমস্যার কারণে মাঝে বেশ কয়েকটা বছর কেটে গেলেও আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। ভবিষ্যতেও একসঙ্গে তাঁরা কাজ করবেন কিনা সেই বিষয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। কিন্তু ১৪ আগস্ট বড় পর্দায় যে মুক্তি পাবে দেব শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’, তাহলে?
আসলে ‘ধুমকেতু’ ছবিটি ৯ বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল। সেই সময় তা সম্ভব হয়নি। এত বছর পর আইনি জটিলতা কাটিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবিতেই প্রথম প্রযোজক হিসাবে কাজ করেছিলেন দেব, সঙ্গে ছিলেন সহ প্রযোজক রানা সরকার।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
ছক ভাঙ্গা গল্প নিয়ে তৈরি এই ছবিটি অবশেষে ৯ বছর পর মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। মাঝে বেশ কয়েকটি বছর কেটে গেলেও দেব এবং শুভশ্রী জুটির সেই জনপ্রিয়তা যে বিন্দুমাত্র কম হয়নি, তা বেশ বোঝাই যাচ্ছে মানুষের উন্মাদনা দেখে। সেই উত্তেজনাই খানিক বাড়িয়ে এবার মুক্তি পেল ছবির প্রথম গানের টিজার।
সব মিলিয়ে ২৩ সেকেন্ডের এই টিজারে দেখা গিয়েছে একটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী, পাশে দেব। দেবের দিকে তাকিয়ে রয়েছেন শুভশ্রী। ব্যাস এইটুকুই দেখতে পাওয়া যাচ্ছে টিজারে। নেপথ্যে শুনতে পাওয়া যাচ্ছে, ‘গানে গানে’ গানের মিষ্টি সুর। এইটুকু টিজারেই মুগ্ধ হয়েছেন দর্শকরা।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
টিজারটির ফার্স্ট লুকের ক্যাপশনে লেখা, ‘ধুমকেতু’ সিনেমার প্রথম গান আসতে চলেছে খুব শীঘ্র। অরিজিৎ সিং, অনুপম রায় ও শ্রেয়া ঘোষালের মেলবন্ধনে তৈরি হওয়া এই গান আপনাকে করবে মুগ্ধ। ধুমকেতু আসছে ১৪ আগস্ট।
প্রসঙ্গত, শুভশ্রী এবং দেব দুজনেই এক সময় সম্পর্কে থাকলেও আজ দুজনের পথ হয়েছে আলাদা। শুভশ্রী আজ দুই সন্তানের মা অন্যদিকে দেবও বেছে নিয়েছেন রুক্মিণীকে। তবে এত বছর পর এই ছবিটি যেন বারবার মনে করিয়ে দেবে পুরনো সময়ের সেই ভালোবাসার কথা।