আসছে খাদান। ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পেতে চলেছে সেই ছবি। আর তার ঠিক একমাস আগে মুক্তি পেল ছবির দ্বিতীয় গান হায় রে বিয়ে। আর সেই গানের লঞ্চে এসে বরখার কথা শুনে হতবাক দেব! নায়িকাকে দিলেন ধমকও। যদিও সবটাই নিছক মজা করেই। কিন্তু ঠিক কী ঘটেছিল?
হায় রে বিয়ের লঞ্চে কী ঘটেছে?
দুই পৃথিবী ছবিতে পেয়ারেলালের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছিল বরখাকে। কিন্তু দেবের চরিত্রটি মরে যাওয়ায় আর বিয়ে হয়নি। কিন্তু খাদান ছবিতে সেটা আর মিস নয়। ১৪ বছর পর আবার জুটিতে দেব এবং বরখা। সঙ্গে খাদান ছবিতে আরেক জুটি হিসেবে দেখা যাবে স্নেহা বসু এবং যিশু সেনগুপ্তকে। আর এই দুই জুটিকেই দেখা যাচ্ছে ছবির দ্বিতীয় গান হায় রে বিয়েতে।
এতদিন পর দেবের বিপরীতে কাজ করে দারুণ উত্তেজিত বরখা। এদিন গানের লঞ্চ অনুষ্ঠানে তিনি বলে বসেন, '১৪ বছর আগে আমরা রোম্যান্স করেছিলাম। এবার বিয়ে হল।' সহকর্মীর এই কথা শুনে হতবাক হয়ে যান দেব। তারপর তাঁকে ফিসফিস করে বলেন, 'আরে পর্দায় বল!' দেবের কথায় হেসে গড়িয়ে পড়েন নায়িকা। কিন্তু বাস্তবে কবে বিয়ে করছেন তিনি? এই প্রশ্ন শুনে কেবল একটি হাসি উপহার দেন তিনি।
প্রসঙ্গত এদিন হায় রে বিয়ে গানটির লঞ্চে উপস্থিত ছিলেন দেব, স্নেহা বসু, বরখা বিস্ত, গায়িকা জুন বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, নীলায়ন চট্টোপাধ্যায়, স্যাভি, প্রমুখ। কিন্তু গরহাজির ছিলেন যিশু। তবে ফোনে যিশুর সঙ্গে কথা হয় তাঁর, আর সেখানেই তিনি বলে বসেন আরেক বেফাঁস কথা!
আরও পড়ুন: শুভ মহরত সারা, আনুষ্ঠানিক ভাবে CID ২-এর পথ চলা শুরু, সেটে হাজির দয়া-অভিজিৎরা!
যিশুকে নিয়ে কী বললেন দেব?
এদিন যিশু আসতে না পারায় তাঁকে ফোন করেন দেব। আর তখনই সটান প্রশ্ন করে বলেন, 'যিশুদা শুনছি শাহরুখ খানের সঙ্গে নাকি তুমি কাজ করছ?' জবাবে যিশু হেসে ওঠেন। বলেন, 'আমিও তাই শুনছি। কিন্তু এখনও কোনও চুক্তিপত্র পাইনি আমি।'