খবরটা আগেই জানা গিয়েছিল। ছোট পর্দায় আবার ফিরছে CID। এবার সেই কালজয়ী শোয়ের দ্বিতীয় সিজনের মহরত হয়ে গেল। খোদ চ্যানেল কর্তৃপক্ষের তরফে সেই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। কবে থেকে সম্প্রচার শুরু হবে?
CID ২ এর মহরত
CID এর নতুন সিজনের পথ চলা এদিন থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হল। এক নতুন অধ্যায়ের শুভ সূচনা হল। আর সেই মহরতের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন দর্শকরা। দীর্ঘ ৬ বছরের বিরতির পর আবারও পর্দায় ফিরতে চলেছেন দয়া, অভিজিৎ, এসিপি প্রদ্যুম্নরা।
বলাই বাহুল্য এই সিজনেও এসিপি প্রদ্যুম্নর চরিত্রে থাকবেন শিবাজী সতম, দয়ানন্দ শেট্টিকে দেখা যাবে দয়ার চরিত্রে। আগের মতোই আদিত্য শ্রীবাস্তব থাকবেন অভিজিৎ হিসেবে। আগামী মাস অর্থাৎ ২০২৪ এর ডিসেম্বর থেকে সম্প্রচার শুরু হবে এই শোয়ের। শ্যুটিং শুরু হতেই একদিকে যেন বাঁধভাঙা উচ্ছ্বাস রয়েছে, তেমনই আরেকদিকে নস্টালজিয়ায় ভাসছে CID ২ এর গোটা সেট।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয় মহরতের ভিডিয়ো। সেটা পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'বিপি সিং, CID এর আসল নির্মাতা মহরত করলেন। আনুষ্ঠানিক ভাবে শ্যুটিং শুরু হল।'
প্রসঙ্গত কিছুদিন আগে CID ২ এর একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। আর সেখানে দেখা যায় অভিজিৎ দয়াকে গুলি করছেন। ফলে এবারের সিজন যে আরও রুদ্ধশ্বাস, টানটান হবে সেটা বলার অপেক্ষা রাখে না।
কে কী বলছেন?
এদিন মহরতের ভিডিয়ো প্রকাশ্যে আসা মাত্রই কমেন্ট বক্স ভেসে যায় একটাই প্রশ্নে, 'প্রথম পর্ব কবে আসবে?' ফলে দর্শকদের যে আর তর সইছে না সেটা বলা যায়। কেউ কেউ আবার পরিচালক এবং চ্যানেককে ধন্যবাদ জানিয়েছেন এই কালজয়ী শো ফেরানোর জন্য। প্রসঙ্গত সোনি টিভিতে দেখা যাবে এই CID ২।