ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে তৈরি হয়েছে ভিকি কৌশলের ছবি 'ছাবা'। আর সেই ছবিতে ভিকির নাচ এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর সেখানে সম্ভাজি মহারাজ ওরফে ভিকি কৌশলকে 'লেজিম'-(মহারাষ্ট্রের লোক বাদ্যযন্ত্র) এর তালে নাচতে দেখা যায়। আর সেই নাচের দৃশ্য নিয়েই এবার আপত্তি তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সহ খোদ ছত্রপতির পরিবারের বংশধর। অবশেষে বিতর্কের মুখে সিনেমা থেকে বাদ পড়ল ছবির এই বিতর্কিত গান।
'ছাবা' থেকে গানটি বাদ দেওয়ার কথা নিশ্চিত করেছেন খোদ পরিচালক লক্ষ্মণ উতেকর।
মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত রবিবার আসন্ন পিরিয়ড ড্রামা ‘ছাবা’র নাচ নিয়ে এই আপত্তি তোলেন। তাঁর কথায়, সম্ভাজি মহারাজকে যেখানে নাচতে দেখা যাচ্ছে, সেখানে বিশেষ একটা দৃশ্যের কথা উল্লেখও রয়েছে। তাঁর দাবি, 'ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজকে নাচতে দেখা যাচ্ছে। পরিচালকের উচিত এই অংশটুকু কেটে ফেলা। এছাড়া ইতিহাসবিদ এবং পণ্ডিতদের জিয়ে ছবিটির পর্যালোচনা করা উচিত। যদি তাঁরা এবিষয়ে আপত্তি তোলেন তাহলে আমরা এই ছবি মুক্তি পেতে দেব না।'
এদিকে ভিকির এই নাচ নিয়ে আপত্তি তুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ। ছত্রপতি সম্ভাজি মহারাজের ইতিহাস সঠিকভাবে তুলে ধর উচিত, ইতিহাসকে বিকৃত করা ঠিক নয়। ছত্রপতি সম্ভাজি মহারাজের প্রতি সকলেরই অনেক ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে। ভালোবাসা এবং সম্মানে আঘাত করা উচিত নয় (চলচ্চিত্র নির্মাণে)। সৃজনশীলতা থাকা উচিত তবে আমরা বিশ্বাস করি যে সেটা অবশ্যই সংবেদনশীলার সঙ্গে বানানো উচিত। এই নাচ নিয়ে আপত্তি তুলেছিলেন রাজ ঠাকরেও।
আরও পড়ুন-স্নান থেকে পোশাক পরানো, খাইয়ে দেওয়া সবই করে দেন রকি, আবেগঘন ক্যানসার আক্রান্ত হিনা
শুধু তাই নয়, এই নাচ নিয়ে আপত্তি তুলেছেন খোদ খোদ ছত্রপতির বংশধর এবং প্রাক্তন মরাঠা সাংসদ সম্ভাজিরাজে ছত্রপতি। তিনিও পর্দায় স্ত্রী জেশুবাঈকে নিয়ে শিবাজি মহারাজের নাচ-গান মেনে নিতে পারছেন না।এক সাক্ষাৎকারে তিনি বলেন, মরাঠা সংস্কৃতিতে এই বিশেষ বাদ্যযন্ত্র ব্যবহারের উল্লেখ আছে। তবে ছত্রপতি তাঁর স্ত্রীকে নিয়ে কোনওদিনও লেজিম-এর তালে নেচেছিলেন কিনা, সেটা তো কোথাও লেখা নেই! একই ভাবে আপত্তি রয়েছে ঐতিহাসিক দুই চরিত্রের পোশাক নিয়েও। এদিকে এই নাচের দৃশ্য নিয়ে মহারাষ্ট্রের বেশকিছু সাধারণ নাগরিকও আপত্তি তুলেছেন।
প্রসঙ্গত ম্যাডক ফিল্মস প্রযোজিত, ছাবা একটি ঐতিহাসিক ছবি। যেখানো কিংবদন্তি মারাঠা শাসক ছত্রপতি সম্ভাজি মহারাজের গল্প উঠে এসেছে লক্ষ্মণ উতেকর পরিচালিত, এই ছবিতে ১৬৮১ সালে তাঁর রাজ্যাভিষেক থেকে শুরু করে তাঁর রাজত্ব সবই তুলে ধরা হয়েছে।
ছাবা ১৪ ফেব্রুয়ারি সিনেমাহলে মুক্তি পেতে চলেছে৷ এতে ভিকি কৌশল রশ্মিকা মান্দানা ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, ডায়ানা পেন্টি, আশুতোষ রানা সহ অন্যান্যরা।