বক্স অফিসে 'খাদান' 'সন্তান' দের দাপট। তবে তার মাঝেও মন্দ ব্যবসা করছে না বাকি দুটি ছবি। ইতিমধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে পরিচালক মানসী সিনহার ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'। সিনেমাটি দেখতে গিয়ে বহু দর্শকই অভিভূত। পুরনো বাড়ি, কত-শত স্মৃতি আর শৈশব ফিরে পাওয়ার এই গল্প নস্টালজিক করে তুলেছে বহু দর্শককে। অনেকেই '৫ নম্বর স্বপ্নময় লেন' দেখতে এসে আবেগে ভাসলেন, কেউ কেউ আবার আবেগ সামলাতে না পেরে কেঁদেও ফেললেন।
মানসী সিনহার ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ দেখে কী বলছেন দর্শকরা?
এদিকে সোমবার আচমকাই শহরের একটা হলে পৌঁছে যান ছবির পরিচালক মানসী সিনহা ও ছবির অভিনেতারা। সিনেমা দেখতে এসে যে পরিচালক ও প্রিয় অভিনেতাদের দেখা পাবেন! কেই বা জানত! এসবই তখন সেই দর্শকদের কাছে উপরি পাওনা।
ছবি দেখতে এসে পরিচালক, অভিনেতাদের দেখা পাবেন অনেকেই ভাবেননি। এক মহিলা দর্শক, যিনি বহরমপুর থেকে এসেছেন, তিনি বলেন, ‘আমি বহরমপুর থেকে এসেছি। আগে ফ্ল্যাট বাড়িতে থাকতাম, পরে অনেক কষ্ট করে একটা পুরনো বাড়ি কিনেছি। আমার বাড়িতে এখনও সেই লাল মেঝে, কড়িকাঠ আছে। দেওয়াল হয়ত এখন ধুনধরা। সিনেমার ওই শেষদৃশ্যটা তাই আমায় ছুঁয়ে গিয়েছে। মনে হল সত্যিই যদি ফ্ল্যাট বাড়ি ভ্যানিস হয়ে পুরনো সব বাড়ি ফিরে আসত…।’ কথা বলতে বলতে আবেগে গলা ধরে এল তাঁর। এমন অনেকেই পরিচালককে নিজেদের আবেগের কথা জানান।
এদিন দর্শকদের উদ্দেশ্যে একসঙ্গে থাকার বার্তা দিলেন অন্বেষা হাজরা। বলেন, ‘সবাই যদি বাড়ি ছেড়ে চলে যায়, বাবা-মা যদি বাড়ি থেকে বের হয়ে যান, তাহলে তো বাড়িটাই অনাথ আশ্রম হয়ে যাবে। আমাদের উচিত সকলকে একসঙ্গে নিয়ে থাকা।’ অন্বেষা আরও বলেন, ‘কাজের জন্য আমিও তো বর্ধমানে থাকি না, তবে বাবা-মা কিন্তু অপেক্ষা করে থাকেন, আমিও সময় পেলেই চলে যাই।’ অন্বেষার এই কথার সঙ্গে তখন সহমত হলেন অনেকেই।
এদিন ২৩ ডিসেম্বর, সিনেমাহলে দর্শকদের মাঝেই অন্বেষার জন্মদিন উদযাপন হয়। কেক খাওয়ার পাশাপাশি সহ-অভিনেত্রী, বন্ধু পায়েলকে চুমু, আর পরিচালক দিদি মানসী সিনহার পা ছুঁয়ে প্রণাম করে অন্বেষা।

এদিন দর্শকদের উদ্দেশ্যে মানসী বলেন, ‘ভালো লাগলে সকলকে ছবিটি দেখার কথা বলবেন, আমাদের ঘটা করে ছবির প্রচার করার পয়সা নেই। অল্প পয়সাতেই ছবিটা হয়েছে।’ ছবির প্রযোজক তখন সহমত প্রকাশ করে বলেন, ‘আসল কথা, আমাদের ঢোল বাজানোর পয়সা নেই। আপনারাই আমাদের ঢোল। আপনাদের মধ্যেই মানব বোমা ফিট করে দিলাম, এই বোমা যত ফাটবে, তত বেশি মানুষ আমাদের কাছে আসবেন।…’