বুধবারই জানা যায়, অস্কারের দৌড় থেকে ছিটকে যায় কিরণ রাও পরিচালিক, আমির খান প্রযোজিত সিনেমা 'লাপাতা লেডিজ'। মঙ্গলবার অ্যাকাডেমি অব মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৫ সালের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য ১৫টি ছবির নাম ঘোষণা করে। কিন্তু সবাইকে অবাক করে দেখা যায়, তাতে নেই লাপাতা লেডিজ। আর সেটা দেখার পরই ভ্রু কুঁচকে যায় অনেকের। এবার অমল পালেকরের বলা একটি কথা, যেন নতুন করে উসকে দিল বিতর্ক।
অমল পালেকারকে ২০১৫ সালে ভারতের অস্কার জুরির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। যারা একাডেমি পুরস্কারের জন্য ভারতীয় ছবি বেছে নেওয়ার দায়িত্ব পালন করে। সাম্প্রতিক সাক্ষাত্কারে, অমল পালেকারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চৈতন্য তামহানের 'কোর্ট' এর পরিবর্তে কোনো সুপারস্টার তাঁর উপরে চাপ দিয়েছিল কি না, নিজের সিনেমাকে সেই বছর অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি ঘটাতে। এ নিয়ে বড়সড় বক্তব্য দিয়ে সবাইকে চমকে দিয়েছেন অমল পালেকর।
আরও পড়ুন: সন্তান মুক্তির আগেই, কোমর জড়িয়ে ফোটো তুলল ২ প্রাক্তন! রাজ-মিমির সম্পর্ক ভাঙায় কি ছিল শুভশ্রীর হাত
অমল পালেকার প্রকাশ করেছেন যে, তিনি যখন জুরির সদস্য ছিলেন, তখন তাকে বলিউড লবির চাপের মুখে পড়তে হয়েছিল, একটি বড় তারকার ছবি অস্কারে পাঠানোর জন্য। চৈতন্য তামহানের 'কোর্ট' জুড়িদের পছন্দের ছিল, কিন্তু একজন সুপারস্টার তার চলচ্চিত্র বিবেচনা করার জন্য তাদের উপর চাপ দিয়েছিলেন। যদিও পালেকার বা সাক্ষাৎকার গ্রহণকারী কোনো সিনেমা বা কোনো তারকার নাম নেননি, তবে মানুষ বিশ্বাস করেন যে তিনি আমির খান এবং তাঁর ছবি 'পিকে' নিয়ে কথা বলছিলেন।
আরও পড়ুন: ১০০০ কোটি দিয়েছেন শাহরুখ, তাঁকে বাদ দিয়ে অ্যাটলির পরের ছবির নায়ক সলমন খান
আর তারপর থেকেই চর্চা হতে থাকে যে, এবারেও লাপাতা লেডিজ ‘এরকমই চাপ দিয়ে’ বাছাই করা হয়েছিল কি না! কারণ সমালোচকদের দাবি, সিনেমাটি কখনোই অস্কারে যাওয়ার মতো নয়। কারণ, যখন মাসখানেক আগে অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে লাপাতা লেডিজের নাম ঘোষণা হয়, তখন অনেকেই তা মানতে পারেনি! পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে এগিয়ে রেখেছিল সেই সময় একাধিক মানুষ।
আরও পড়ুন: যৌন হিংসা, ড্রাগস-সহ একাধিক অভিযোগ তাঁর উপর! হানির কটাক্ষ, ‘আমিই সেরা, ওর তো সব…’
'অল উই ইমাজিন অ্যাজ লাইট'-এর মতো সিনেমা থাকা সত্ত্বেও, কেন আমির খান প্রযোজিত লাপাতা লেডিজকেই বাছা হয়েছিল, তা নিয়ে উঠেছিল বিতর্ক। প্রসঙ্গত, আমির কিন্তু নিজেকে এমনিতে যে কোনো ভারতীয় অ্যাওয়ার্ড ফাংশন থেকে দূরে রাখে। এমনকী, অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে তাঁর কথায় বারে বারে ফুটে ওঠে ‘অবজ্ঞা’। সেখান আমির কি আদৌ ‘অস্কারের লোভে’ এমন কাণ্ড ঘটাবেন! আপাতত নেটদুনিয়ার চর্চার নতুন টপিক এটাই।