দেখতে দেখতে প্রায় ২৫টি বছর কেটে গেল। ২০০০ সালে শুরু হয়েছিল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রায় ২৪ বছর অতিক্রম হতে চলল। KBC অর্থাৎ কৌন বনেগা ক্রোড়পতি শুধুমাত্র মিস্টার বচ্চনের জীবন নয়, পাল্টে দিয়েছে বহু মানুষের জীবন। চলতি বছর এই অনুষ্ঠানের সিজন ১৬ শুরু হয়েছে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে।
কৌন বানেগা ক্রোড়পতি, এই অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে খেলতে আসেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা ব্যক্তিত্বর। আর এবার অমিতাভ বচ্চনের সঙ্গে খেলতে আসছেন অভিষেক বচ্চন। আগামী ২২ নভেম্বর ঠিক রাত ন'টায় বাবা ছেলের এই অনন্য এপিসোড দেখা যাবে টেলিভিশনে।
(আরও পড়ুন: রহমানের পর ডিভোর্সের ঘোষণা তাঁরই টিমের বাঙালি কন্যে বেসিস্ট মোহিনী দে-র! ‘এবার কি এদের বিয়ে?’, শুরু চর্চা)
২২ নভেম্বর যে এপিসোডটি দেখানো হবে, তার কিছু ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। সম্প্রতি যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, কে ভালো গাড়ি চালাতে পারেন, এই কথার উত্তরে যখন অমিতাভ হাত তোলেন তখন অভিষেক বলেন, ‘পা প্লিজ!! আপনি গাড়ি চালান কম, অন্যদের দেখেন বেশি।’
অভিষেক আরও বলেন, ‘কেউ যদি ভুল রাস্তা দিয়ে যায় সঙ্গে সঙ্গে আমার বাবা গাড়ি থেকে নেমে তাঁর ছবি তুলতে শুরু করে দেন। শুধু ছবি তোলেন তাই নয়, সেই ছবি ট্রাফিক পুলিশকে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেন। অন্যদিকে যার ছবি তোলা হয়, সে তখন খুশিতে আত্মহারা হয়ে ভাবে যে স্বয়ং বিগ বি গাড়ি থেকে নেমে আমার সঙ্গে ছবি তুলছেন।’
(আরও পড়ুন: বলিউডে ‘তোমাদের রাণী’র স্বপ্ন উড়ান! ফিরছেন অভিকা, বিপরীতে হিন্দির কোন নায়ক?)
প্রসঙ্গত, ২০০০ সাল থেকে কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। ২০০৭ সালে একটি সিজন পরিচালনা করেছিলেন শাহরুখ খান তবে সেটি সফল হয়নি ফলে ফের অমিতাভ বচ্চনকে ফিরিয়ে আনা হয় এই অনুষ্ঠানে।