সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো কাণ্ডে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালত রেখা পাত্রের আবেদনে নির্দেশ দিয়েছে ১৪ জুন পর্যন্ত ওই FIRএর ভিত্তিতে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ১২ জুন মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: মমতার হুমকির পর জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা হয়েছে, দাবি মোদীর
পড়তে থাকুন: দাঙ্গা করিয়েছেন, মসজিদ ভেঙেছেন, কার্তিক মহারাজকে ফের বেলাগাম আক্রমণ মমতার
এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘যে ঘটনার ভিত্তিতে রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেই ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ রেখা পাত্রের বিরুদ্ধে তদন্ত করতে চাইছে তারা। এই তদন্ত আপাতত স্থগিত থাকবে। ১৪ জুন পর্যন্ত স্থগিতাদেশ দিচ্ছে আদালত।’
সন্দেশখালির ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে গত ১০ মে সন্দেশখালি থানায় রেখা পাত্র ও বিজেপির সন্দেশখালি ২ মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগে দাবি করা হয়, রেখা ও গঙ্গাধর ষড়যন্ত্রে যুক্ত। তাঁরা পরিকল্পনা করে মহিলাদের সম্মানহানি করেছেন।
আরও পড়ুন: ‘অশুভ শক্তি’র বিনাশের ডাক দিয়ে খালি পায়ে কলকাতার রাজপথে হাঁটবেন সাধু - সন্ন্যাসীরা
সেই FIRএর প্রেক্ষিতে গঙ্গাধরকে তলব করে পুলিশ। কিন্তু তিনি হাজিরা দেননি। বদলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গঙ্গাধরকে আগেই রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। এবার রেখাকেও রক্ষাকবচ দিলেন বিচারপতি।