উইমেন্স প্রিমিয়র লিগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর অনেকটাই চাপে পড়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। চাপ পড়ে তাদের পয়েন্ট টেবিলে। মাথায় চাপ নিয়েই বৃহস্পতিবার ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলতে নামেন হরমনপ্রীত কৌররা। যদিও শুরুটা খুব একটা ভালো হয়নি মুম্বইয়ের। কারণ যস্তিকা এবং ম্যাথিউজ বড় রান না করেই ফিরে যান। তবে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান স্কিভার ব্রান্ট (৪৫), হরমনপ্রীত কৌর (৩৩) এবং অ্যামেলিয়া কের (৩৯)। এই তিন ব্যাটার বড় রান করেন। আর তাতেই নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।
জবাবে ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্স মাত্র ১১৮ রান তোলে। চামারি আথাপাত্তু এবং গ্রেস হ্যারিস একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি। শুরুতেই ব্যাকফুটে চলে যায় ইউপি। যদিও এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন দীপ্তি শর্মা। একাই দলকে টেনে নিয়ে যান এই বঙ্গ ক্রিকেটার। এছাড়া আর কাউকেই বড় রান করতে দেখা যায়নি। দীপ্তি ৩৬ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। তবে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন মুম্বইয়ের সাইকা ইশাক। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়াও স্কিভার ব্রান্ট দুটি উইকেট নেন। দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে এই ম্যাচ জিতে নেয় মুম্বই। এর ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে হরমনপ্রীত কৌরের দল।
দিল্লির বিরুদ্ধে হারের পর যে একটা চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা অনেকটাই কেটে গিয়েছে বলা চলে। ম্যাচ শেষে ড্রেসিংরুমের পরিবেশ ঠিক তেমনটাই বুঝিয়ে দিয়েছে। কারণ মুম্বই ইন্ডিয়ান্স একটি ভিডিয়ো পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর তথা বোলিং ঝুলন গোস্বামী জড়িয়ে ধরেন হরমনপ্রীতকে। দলের এই সাফল্যে যে তিনি বেশ খুশি তা প্রমাণ মিলেছে ঝুলনকে দেখেই। শুধু তাই নয়, ম্যাচ জেতায় ড্রেসিংরুমে চলে সেলিব্রেশনও।
একে অপরের সঙ্গে সেলফি তোলা, চলল নাচ-গানও। এ যেন এক অন্য পরিবেশ। যা কয়েক দিন আগেও এই পরিবেশ দেখতে পাওয়া যায়নি। ম্যাচ হারের ফলে চাপ তৈরি হয়েছিল। কিন্তু ইউপিকে হারাতেই সেই চাপ অনেকটাই কেটে গিয়েছে হরমনদের। এমনকী ম্যাচের সেরার পুরস্কার নিয়ে সেলফিও তোলেন ব্রান্ট। দুর্দান্ত পারফরম্যান্স করা সাইকাকেও দেখা গেল সতীর্থদের সঙ্গে সেলিব্রেশন করতে। দলের কোচ থেকে সাপোর্টিং স্টাফ প্রত্যেকেই খুশি এই সাফল্যে। মুম্বয়ের পরবর্তী ম্যাচ গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে শনিবার।