Shubman Gill Update- ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ টুর্নামেন্ট থেকে বড় খবর সামনে আসছে। ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে। টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় শুভমন গিলের ইনজুরি ও অসুস্থতা নিয়ে চিন্তিত দল। ভারতীয় দলের তরুণ ওপেনারকে ঘিরেই এবার বেরিয়ে আসছে উদ্বেগজনক খবর। ভারতের পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে না ভারতের ওপেনার শুভমন গিলকে। সেই সময়ে চেন্নাইয়ে থাকবেন শুভমন গিল। খোদ বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় এই তথ্য দিয়েছে।
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচটি মিস করবেন শুভমন গিল
আসলে, জানা গিয়েছিল শুভমন গিল ডেঙ্গুর কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম বিশ্বকাপ ২০২৩ ম্যাচ মিস করেছিলেন। এরপর ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও তাকেও খেলতে দেখা যাবে না। এই ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য দলের সঙ্গে ভ্রমণও করেননি শুভমন গিল।
বিসিসিআইয়ের দেওয়া তথ্য
বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে শুভমন গিলের সম্বন্ধে এই তথ্য জানিয়েছে। তাদের তরফ থেকে বলা হয়েছে, ‘ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিল ৯ অক্টোবর, ২০২৩-এ দলের সঙ্গে দিল্লিতে যাবেন না। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ওপেনার মিস করা এই ওপেনার ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলার সম্ভাবনা কম। তিনি চেন্নাইতেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন।’
মনে করা হচ্ছে আবারও ইশান কিষান সুযোগ পেতে পারেন-
শুভমন গিল প্রথম ম্যাচ মিস করার পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনারে খেলার সুযোগ পান ইশান কিষান। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। শূন্য রানে আউট হন তিনি। এখন যেহেতু শুভমন আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারবেন না, তার জায়গায় ওপেনারে খেলার সুযোগ পেতে পারেন ইশান।
ভারতের জয়
বিশ্বকাপ অভিযানে ভারতীয় দলের শুরুটা ছিল দারুণ। অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ভারত ৪১.২ ওভারে চার উইকেট হারিয়ে করেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ২০১ রান করে এবং ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয়। বিরাট কোহলি (৮৫) এবং কেএল রাহুল (অপরাজিত ৯৭) এবার ভারতের হয়ে গুরুত্বপূর্ণ নক খেলেছেন। (ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুভমন গিল দ্বিতীয় ম্যাচ মিস করবেন বিসিসিআই আপডেট দিয়েছে)