স্কোরবোর্ডে বড় রান তুলেও বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারতে হয় পাকিস্তানকে। কিউয়িদের বিরুদ্ধে রিজওয়ানের ১০৪ ও বাবর আজমের ৮০ রানের অনবদ্য ইনিংস দু'টি ব্যর্থ হয় দল হেরে বসায়। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারের মুখ দেখতে হলো পাকিস্তানকে। যদিও এবারও পাক ব্যাটাররা ব্যক্তিগতভাবে নজরকাড়া পারফর্ম্যান্স উপহার দেন।
মঙ্গলবার হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বড় রানের ইনিংস তাড়া করতে নেমে তীরে এসে তরী ডোবে পাকিস্তানের। একসময় জয়ের সম্ভাবনা তৈরি করে ফেলা বাবর আজমদের থামতে হয় লক্ষ্যের খুব কাছে এসে।
উপ্পলে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৫১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ছয় নম্বরে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল দলের হয়ে সব থেকে বেশি ৭৭ রান করেন। ৭১ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ৬টি ছক্কা মারেন। আগ্রাসী হাফ-সেঞ্চুরি করেন ক্যামেরন গ্রিন। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪৮ রান করেন জোস ইংলিস। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৪৮ রান করেন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শ ৩১, স্টিভ স্মিথ ২৭, মার্নাস ল্যাবুশান ৪০, অ্যালেক্স ক্যারি ১১ ও প্যাট কামিন্স ২ রানের যোগদান রাখেন। পাকিস্তানের হয়ে ৩১ রানে ২টি উইকেট নেন উসামা মীর। এছাড়া ১টি করে উইকেট দখল করেন হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম, শাদব খান ও মহম্মদ নওয়াজ।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.৪ ওভারে ৩৩৭ রানে অল-আউট হয়ে যায়। ১৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। বাবর আজম ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৯০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অবসৃত হন। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৮৩ রান করেন ইফতিকার আহমেদ। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫০ রান করে আউট হন মহম্মদ নওয়াজ।
এছাড়া ফখর জামান ২২, ইমাম উল হক ১৬, আবদুল্লা শফিক ১২, শাদব খান ৯, আঘা সলমন ১০, উসামা মীর ১৫, হাসান আলি ১৬ ও মহম্মদ ওয়াসিম ৪ রান করেন। অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশান ৭৮ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন প্যাট কামিন্স ও মিচেল মার্শ। ১টি করে উইকেট সংগ্রহ করেন গ্লেন ম্যাক্সওয়েল ও শন অ্যাবট।