আইপিএলে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুুপার কিংসের জার্সিতে প্রথম ট্রফি জয়ের পর বৈভব সূর্যবংশীর জন্ম হয় বিহারের সমস্তিপুর এলাকায়। যেটা আবার এমএস ধোনির নিজের রাজ্য ঝাড়খন্ডের থেকে খুব দূরেও নয়। তাই বড় হওয়ার সময়ে ধোনির খেলা দেখেই তিনি নিজের খেলার উন্নতি করেছেন। আর ধোনি যখন ছোট ছিলেন, তখনও বিহার এবং ঝাড়খণ্ড ভাগ হয়নি। ফলে এখনও বিহারের যে কোনও ছেলেরই ক্রিকেটে রোল মডেল মাহি, যদিও বিহার স্রেফ নয়, দেশের সব প্রান্তেই মাহিকে দেখে বড় হওয়া ক্রিকেটাররা রয়েছে।
চেন্নাইকে হারাল রাজস্থান রয়্যালস
১৪ বছরের বৈভবের কাছে মহেন্দ্র সিং ধোনি অনেকটা বাবারই মতো। তাই মঙ্গলবার রাতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যখন ১৭ রানে জিতল রাজস্থান রয়্যালস, তখন এমএস ধোনির কাছে গিয়ে তাঁকে অসাধারণ সম্মান দিলেন যশস্বী জসওয়ালের পার্টনার বৈভব। এই ম্যাচে হাসতে হাসতে ছয় উইকেটে জয় তুলে নেয় সঞ্জু স্যামসনের দল।
৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন বৈভব
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এদিন দুর্দান্ত ব্যাটিং করেন বৈভব। এবারের আইপিএলে তাঁকে যখন নেওয়া হয়েছিল, তখন অনেকেই মনে করেছিল যে হয়ত গ্রুপ করা হবে বলে এই ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তবে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তা কাজে লাগিয়েছেন। সিএসকের বিরুদ্ধে তিনি ৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। মারেন চারটি চার এবং চারটি ছয়।
ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বৈভব
ম্যাচ শেষে যখন সকলেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে হাত মেলাচ্ছেন, ঠিক তখনই বৈভবের কাজ মন জিতে নিল সকলের। তিনি মাহির কাছে গেলেও তাঁর সঙ্গে হাত না মিলিয়ে তাঁর পা ছুঁয়ে প্রমাণ করলেন, এরপর ধোনি আরেকটা হাত ধরেই মুচকি হাসি দিলেন, কোথাও গিয়ে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এই প্রণামটাও উপভোগ করলেন তা বোঝা গেল। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন বৈভব সূর্যবংশী। এর মধ্যে রয়েছে একটি শতরানও। মোট তিনি করেছেন ৭ ইনিংসে ২৫২ রান। স্ট্রাইক রেট ২০০র ওপরে, ব্যাটিং গড় ৩৬। এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে, তিনি স্রেফ ডাগআউটে সিট গরম করতে বা জল এগিয়ে দেওয়ার জন্য রাজস্থান রয়্যালসে আসেননি, বরং নিজের যোগ্যতায় এখানে এসেছেন ভারতীয় ক্রিকেট শাসন করবেন বলে।