দেশের জার্সি গায়ে প্রথমবার অভিষেক হল সাই কিশোরের। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারত খেলতে নামে নেপালের বিরুদ্ধে। আর সেই ম্যাচেই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। ভারতের জার্সি গায়ে কে খেলতে চায় না বলুন তো? সব উঠতি ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের জার্সি গায়ে খেলার। সেই স্বপ্নপূরণ হয়েছে সাই কিশোরের। প্রথমবার ভারতের হয়ে খেলতে নামলেন তিনি। তাও এশিয়ান গেমসের মঞ্চে।
এবার এশিয়ান গেমসে সংযুক্তি হয়েছে ক্রিকেট। পুরুষ এবং মহিলা উভয় দলই অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। ইতিমধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়াডে সোনা জিতে দেশে ফিরে এসেছে। তবে পুরুষ দল আজ থেকে এশিয়াডের যাত্রা শুরু করল। তাদের প্রতিপক্ষ ছিল নেপাল। তাদেরকে হারিয়ে টিম ইন্ডিয়া পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। তবে এই ম্যাচের আগে ভারতীয় দল যখন জাতীয় সংগীত গাইতে নামে, ঠিক তখনই জাতীয় সংগীত গাওয়ার সময় কেঁদে ফেললেন সাই কিশোর। আর সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এশিয়ান গেমসে ভারতীয় দলের অনেক তরুণ ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। কারণ সিনিয়র দল বিশ্বকাপে অংশ নিয়েছে। তাই তরুণদের এশিয়াডে পাঠিয়েছে বোর্ড। রুতুরাজ দলের নেতৃত্ব দিচ্ছেন। কোচের ভূমিকা পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। তবে এশিয়াডের প্রথম ম্যাচেই ভারতীয় নেপালকে হারাল ২৩ রানে।
এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন যশস্বী জসওয়াল। ৪৯ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও এদিন দুর্দান্ত ব্যাটিং করেন রিঙ্কু সিং। মাত্র ১৫ বলে ৩৭ রান করেন তিনি। তাঁর ইনিংসটির মধ্যে ২টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি ছিল।
জবাবে ব্যাট করতে নেমে নেপাল ৯ উইকেট হারিয়ে মাত্র ১৭৯ রান তোলে। নেপালের দীপেন্দ্র সিং ৩২, কুশল মাল্লা ২৯ রান করেন। ১৭৯ রানেই শেষ হয়ে যায় নেপালের ইনিংস। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন আবেশ খান এবং রবি বিষ্ণোই। তিন উইকেট নেন তিনি। এছাড়াও ২টি উইকেট নেন আর্শদীপ এবং একটি উইকেট নিয়েছেন অভিষেক হওয়া সাই কিশোর।