ইমপ্যাক্ট প্লেয়ার ইস্যুতে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে একমত নন প্রাক্তন জাতীয় কোচ রবি শাস্ত্রী। চলতি আইপিএলে পরপর বড় রান উঠতেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকে কাঠগড়ায় তুলেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুধু তিনি একাই নন, বোলাররাও বারবার বলেছেন ইমপ্যাক্ট প্লেয়ার আসার পর আর ব্যাটাররা সেভাবে ভয় পাচ্ছে না তাঁদের। ৮ বা ৯ নম্বর পজিশন পর্যন্ত ব্যাটার খেলানো হচ্ছে। এছাড়াও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য অলরাউন্ডারদের বোলিং না করিয়ে তাঁর পরিবর্তে বোলার নিয়ে আসা হচ্ছে। আর এতে আদতে অলরাউন্ডারদের ক্ষতি হচ্ছে বলে দাবি করেছিলেন রোহিত শর্মা। কিন্তু এই ইস্যুতে অবশ্য রোহিতের বিপরীত মেরুতে অবস্থান করছেন প্রাক্তন জাতীয় কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, সময়ের সঙ্গে সঙ্গেই এই বদল মানিয়ে নিতে হবে ক্রিকেটারদের।
ইমপ্যাক্ট রুল নিয়ে নানা জনের নানা মতের মধ্যেই রবি শাস্ত্রী স্পষ্ট করে বলছেন, এই নিয়মের জেরেই এবারে এত রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেছে। আইপিএল এত জমজমাট হওয়ার কারণ এই নতুন নিয়ম। এর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিংও এই নিয়মের পক্ষে সওয়াল করেছিলেন। তাঁর দাবি ছিল ক্রিকেটের স্বার্থে এই নিয়ম লাগু করা হয়েছে। ইমপ্যাক্ট রুল পছন্দ করছে সমর্থকরা। তাহলে কেন বদল করা হবে। প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই বলেছিলেন ব্যাটাররা নিত্য নতুন টেকনিক শেখার জন্যই বড় রান উঠেছে, এর সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কোনও সম্পর্ক নেই। তবে ভারত অধিনায়কের বক্তব্যের পর বিসিসিআই সচিব স্পষ্ট করে দিয়েছিলেন বোর্ডও এই নিয়ম নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকে বসবে। তারপর আগামী বছরেও এই নিয়ম থাকবে কিনা সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন-IPL 2024-জল্পনার অবসান…রোহিতের নাইট রাইডার্সে আসার গুঞ্জন ওড়ালেন ভেঙ্কি মাইসোর,ভিডিয়ো
এরই মধ্যে ধারাভাষ্যকারের কাজে ব্যস্ত থাকা রবি শাস্ত্রী কিন্তু সরাসরি রোহিতের বিরোধিতা করছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম যথেষ্ট ভালো। সময়ের সঙ্গে সঙ্গেই বদলাতে হবে তোমায়। এটা ক্রিকেট ছাড়া অন্য খেলাতেও হয়। ম্যাচ আরও টানটান হচ্ছে এই নিয়মের ফলে। গতবছরও কতগুলো রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেছে আইপিএলে, তাই আমি মনে করে এই নিয়ম যথেষ্ট ভালো ’।
আরও পড়ুন-IPL 2024-খারাপ সময়ও হাল ছাড়েনি সমর্থকরা, শেষ হোম ম্যাচের পর দর্শকদের ধন্যবাদ গিল-নেহরাদের
রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেছেন, এই নিয়ম যদি খেলায় এতটা বদল এনে থাকে তাহলে বুঝে নিতে হবে তাঁর প্রভাব কতটা। যখন নতুন কোনও নিয়ম লাগু হয়, তখন অনেকেই তা নিয়ে প্রশ্ন তোলে। তবে বড় রান উঠলে ক্রিকেটাররা সেই সুযোগ কাজে লাগিয়ে নজর টানার চেষ্টা করে। অর্থাৎ এই নিয়মের ইতিবাচক বিষয়ের দিকেই নজর দিচ্ছেন শাস্ত্রী।