বুধবার থেকে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের নির্ভরযোগ্য অস্ত্রের নাম কুলদীপ যাদব, প্রথম ম্যাচে অবশ্য সুযোগ পাননি টি২০ বিশ্বকাপে। এবারের আইপিএলে ভালো পারফরম্যান্স করেছিলেন, দল খারাপ খেললেও তার বোলিং নজর কেড়েছে সকলের। ভারতীয় স্পিনারদের মধ্যে তার রিস্ট স্পিন এই মুহূর্তে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ঠিক ঠাক চাইমাম্যান স্পিনারদের সংখ্যা কম হওয়ায় বাঁহাতি কুলদীপ দলের বড় ভরসা। এখন তো বোলিং এর পাশাপাশি ব্যাটিং করারও চেষ্টা করেন। দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদীপ কিন্তু বড় বার্তা দিলেন বিশ্বকাপের আগে, যার ফলে ঘুরিয়ে প্রশ্নের মুখে ফেলে দিলেন খোদ অধিনায়ক রোহিত শর্মাকেই।
আরও পড়ুন-বিজেপির সঙ্গে দর কষাকষি শুরু নীতীশের…চার মন্ত্রক,বিহারে দ্রুত নির্বাচনের দাবি জেডিইউর
দিল্লি ক্যাপিটালস দলের এই ক্রিকেটার বলছেন দীর্ঘদিন জাতীয় দলে খেললে বিশ্বকাপ জিততেই হবে। কুলদীপের কথায়, ' যখন তুমি দীর্ঘদিন ধরে জাতীয় ধরে খেলবে, তখন বিশ্বকাপ জিততেই হবে তোমায়। কারণ সব কিছুর পরে ট্রফিই শেষ কথা। এখানেও ট্রফি জিততে চাইবো, কারণ ২৯ বছর বয়সে এটা আমার প্রথম টি ২০ বিশ্বকাপ। এরকম মেগা ইভেন্ট জিততে গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন, আমার স্বপ্ন বিশ্বকাপ জেতা । আমার বয়স হয়ে যাচ্ছে, তাই যতদিন সম্ভব খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব'।
আরও পড়ুন-ক্রস ভোটিং,দলীয় কোন্দলে হার প্যারালিম্পিক্সে জোড়া স্বর্ণপদকজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়ার
ভারতীয় ক্রিকেট দলে এবারে তিনজন বাঁহাতি স্পিনার রয়েছে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে অক্ষর পায়েল এবং রবীন্দ্র জাদেজা শুরু করেন। আসলে দলে ব্যাটিংয়ে গভীরতা আনার জন্যই এই সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট, কারণ অক্ষরের ব্যাটিংয়ের হাত কুলদীপের তুলনায় ভালো। যদিও এরপর গুরুত্বপুর্ণ ম্যাচ গুলোয় সম্ভবত কুলদীপকেই সুযোগ দিতে চলেছে ম্যানেজমেন্ট।
আরও পড়ুন-কদাচিৎ পরিবারের কথা, উন্নাসিকতা ছেড়ে জনতার মাঝে, নতুন রাহুলে ভোলবদল কংগ্রেসের
আগে যেমন কুলচা জুটির নাম ছিল, সাম্প্রতিককালে তেমন চর্চায় রয়েছে কুলজা জুটি। সেই রবীন্দ্র জাদেজার সঙ্গে তার অসাধারণ বোঝাপড়া নিয়ে কুলদীপ বলছেন , ' আমার সঙ্গে জাড্ডু ভাইয়ের সম্পর্কটা খুব সোজাসাপটা। আমরা ক্রিকেট নিয়ে কোনো কথা বলি না। তবে অশ্বিন ভাইয়ের সঙ্গে অনেক বেশি ক্রিকেট নিয়ে আলোচনা করি। অনেক নতুন নতুন ভাবনা নিয়ে আসে অশ্বিন ভাই, আগে খুব একটা নতুন কিছু করার চেষ্টা করতাম না, কিন্তু অশ্বিন খুব জোর করে নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য '। শেষ কয়েক বছরে নিজের পারফরম্যান্স গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, তার জন্য আইপিএলে তার দলের কোচ রিকি পন্টিংকে কৃতিত্ব দিয়েছেন কুলদীপ, প্রথম দিনই তাকে দেখে পন্টিং বলেছিলেন, সব ম্যাচে তাকে খেলানো হবে। এই ধরনের বাণী তার আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছিল বলেই জানিয়েছেন ভারতীয় দলের হয়ে খেলা এই তারকা স্পিনার।