প্রায় দেড় দশকের উপর একা হাতে টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতি থেকে তিনি বহুবার দলকে জিতেছেন। তাঁর ঝুলিতে রয়েছে অজস্র শতরান ও অর্ধশতরান। বরাবরই তিনি ছিলেন একজন 'ম্যাচ উইনার' ক্রিকেটার। এবার সেই যুবরাজ সিংয়েরই ধরা পড়লো এক রসিক চেহারা। এক জনপ্রিয় হিন্দি গানের লাইনের মাধ্যমে তিনি সাহায্য করলেন টিম ইন্ডিয়ার চেজ মাস্টার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। এক অন্যভাবে তিনি দিলেন কোহলি-রোহিত সমালোচকদের জবাব। কলকাতার একটি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে প্রাক্তন তারকাদের সমালোচনার সম্বন্ধে প্রশ্ন করায় তিনি বললেন, 'কুছ তো লোগ কহেঙ্গে, লোগোকা কাম হে কেহেনা।' অর্থাৎ সমালোচকদের একহাত নিয়ে তিনি বোঝাতে চাইলেন যে তাদের কাজ হচ্ছে বিরাট ও রোহিতের সমালোচনা করা এবং দু'জনের কাজ পারফর্ম করে দেখানো।
প্রায় ১৪ মাস পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামছেন টিম ইন্ডিয়ার দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। শেষবার দু'জনকে দেখা গিয়েছিল ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে। দলে তাঁদের জায়গা দেওয়া খুব একটা ভালো চোখে নেননি বেশ কিছু প্রাক্তন তারকা ক্রিকেটার। সেই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করায় তিনি বলেন, 'কুছ তো লোগ কাহেঙ্গে, লোগোকা কাম হে কেহেনা।' যদিও এর পেছনে যুক্তি দেন তিনি। যুবরাজ বলেন, 'দেখুন দীর্ঘ ১৪ মাস পর দু'জনে টি-২০ ম্যাচ খেলেছে। রোহিত প্রথম ম্যাচটি খেলে ফেলেছে। এবার বিরাটের পালা। সবাইকে নিজেদের কাজের চাপ ম্যানেজ করে চলতে হয় যখন সে তিনটে ফরম্যাটই খেলে। এই প্রশ্নটা সরাসরি নির্বাচকদের জন্য।'
এছাড়া রোহিত শর্মাকে নিয়েও একটি বড় মন্তব্য করেন তিনি। প্রাক্তন অলরাউন্ডার বলেন, 'রোহিত নিঃসন্দেহে একজন ভালো অধিনায়ক। অধিনায়কত্ব নিয়ে কোন কথাই হবেনা। ওর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ বার আইপিএল জিতেছে। সুতরাং ওর দিকটাও নির্বাচকদের দেখা উচিত। আমি বলতে পারব না এই মুহূর্তে হার্দিক ঠিক কি অবস্থায় রয়েছে। ওটা পুরোপুরি নির্বাচকদের হাতে আছে।' পাশাপাশি, এই সাক্ষাৎকারে যুবরাজ সিংকে প্রশ্ন করা হয় আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার প্রস্তুতি সম্পর্কে এবং তিনি দাবি করেন যে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়ে একটি দল গড়তে হবে টুর্নামেন্টের জন্য।