এমনিতেই পাকিস্তান সামনে থাকা মানেই জ্বলে ওঠে বিরাট কোহলির ব্যাট। সেটা মেলবোর্ন হোক কিংবা দুবাই, গল্পটা একই থাকে। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগের ম্যাচে কার্যত একা হাতেই পাকিস্তানকে হারালেন কোহলি। সেই সঙ্গে অপরাজিত সেঞ্চুরির মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন কোহলি। এদিকে ভারতের কাছে ৬ উইকেটে হেরে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত ছিটকে গিয়েছে পাকিস্তান। তবে সেই দুঃখ ভুলে কোহলির সেঞ্চুরি নিয়ে বেশি উচ্ছ্বাস দেখালেন বেশ কিছু পাকিস্তানের ক্রিকেট ভক্ত।
আরও পড়ুন: শামি, রোহিতের চোট কি গুরুতর? পাওয়া যাবে পরের ম্যাচে? বড় আপডেট দিলেন শ্রেয়স আইয়ার
এমনিতেই পাকিস্তান সামনে থাকা মানেই জ্বলে ওঠে বিরাটের ব্যাট। সেটা মেলবোর্ন হোক কিংবা দুবাই, গল্পটা একই থাকে। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগের ম্যাচে কার্যত একা হাতেই পাকিস্তানকে হারিয়েছেন কোহলি। তবু তাঁকে নিয়ে উন্মাদনার কোনও ঘাটতি ছিল না। এমন কী এক পাক সমর্থক তো ভারতকে জিততে দেখে দেশের জার্সির উপরেই তড়িঘড়ি ভারতীয় দলের জার্সি পরে ফেলেন।
আরও পড়ুন: ‘বড় শট মার’- দু'রান বাকি থাকতে বললেন রোহিত, চার মেরে অধিনায়কের ইচ্ছাপূরণ বিরাটের- ভিডিয়ো
আসলে ম্যাচ চলাকালীন দুবাইয়ে গ্যালারিতে এমনই দৃশ্য দেখা গিয়েছে। একই জায়গায় ভারত ও পাকিস্তানের সমর্থকেরা বসে খেলা দেখছিলেন। হঠাৎ, পাকিস্তানের এক সমর্থক ভারতের একটি জার্সি বার করে, দেশের সবুজ জার্সির উপর গলিয়ে নেন। এটা দেখে হতবাক হয়েছেন সেখানে উপস্থিত অনেকেই। তবে অনেক সমর্থক আবার বিষয়টি দেখে বেশ মজাই পেয়েছেন। তাঁরা সেই দৃশ্য হেসে গড়িয়েছেন, আবার কেউ কেউ হাততালি দিয়ে উঠেছেন।
শুধু সেই ভক্ত একাই নয়, ইসলামাবাদেও অনেকেই কোহলির সেঞ্চুরি দারুণ খুশি। পাকিস্তান বহু কোহলি ভক্ত রয়েছেন। তাঁরা দেশের হারের পরেও, নায়কের সাফল্যে উচ্ছ্বসিত। রবিবার ভারতের মতো পাকিস্তানেও বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হয়েছে। আর সেই সব ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, কোহলি বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করার পরেই উচ্ছ্বাসে ভেসেছেন পাক ক্রিকেট ভক্তরা। কোহলির নামে জয়ধ্বনি দিচ্ছেন, নাচছেন, উন্মাদনায় ভাসতে দেখা গিয়েছে পাকিস্তানের কোহলি ভক্তদের।
আরও পড়ুন: কোহলিকে বল ছুঁড়ে আঘাতের চেষ্টা, শুভমনকে ইশারায় মাঠ ছাড়ার নির্দেশ- ঔদ্ধত্য আব্রারের, শুরু বিতর্ক
রবিবার টস জিতে প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলতে পারেনি পাকিস্তান। ৪৯.৪ ওভার বল করে ২৪১ রানে অলআউট হয়ে যায় তারা। ভারত সহজেই সেই রান তাড়া করে তুলে নেয়। আর ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। এটি তাঁর ৫১তম ওডিআই সেঞ্চুরি এবং ৮২তম আন্তর্জাতিক শতরান। পাকিস্তানকে হারিয়ে ভারত কার্যত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।