ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা খেলোয়াড় দীপ্তি শর্মা দিল্লি তথা ইউপি ওয়ারিয়র্জের ব্যাটার আরুশি গোয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। তারকা অল-রাউন্ডারের দাবি, গোয়েল তাঁকে ২৫ লক্ষ টাকারও বেশি প্রতারণা করেছেন এবং আগ্রায় তাঁর ফ্ল্যাটে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করেছেন। চুরি যাওয়া মূল্যবান জিনিসপত্রের মধ্যে রয়েছে সোনা ও রুপোর গয়না এবং ২ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। সম্প্রতি দায়ের করা এফআইআরে গোয়েলের বিরুদ্ধে আগ্রার সদর এলাকার একটি ফ্ল্যাটে অনধিকার প্রবেশের অভিযোগও এনেছেন দীপ্তি।
এফআইআরে অনুযায়ী, গোয়েলের বিরুদ্ধে চুরি, বাড়ি ভাঙচুর, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং অপমানের অভিযোগ আনা হয়েছে। দীপ্তির হয়ে আগ্রায় অভিযোগ দায়ের করেন তাঁর ভাই সুমিত। দীপ্তি বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় দলের সঙ্গে ব্যস্ত। উল্লেখ্য, দীপ্তি নিজে উত্তরপ্রদেশ পুলিশের একজন ডিএসপি।
আরও পড়ুন:- আজ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট রেকর্ড গড়তে পারেন কোহলি, দরকার মোটে ৬৭ রান
কী বলা হয়েছে এফআইআর-এ?
এফআইআরে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে একসঙ্গে খেলার সুবাদে দুই ক্রিকেটার একে অপরের ঘনিষ্ঠ। আরুশি তাঁর পারিবারিক অবস্থা ও আর্থিক অনটনের কথা বলে দীপ্তির থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেন।
টাইমস অব ইন্ডিয়াকে সুমিত বলেন, ‘দু’বছরে আমার বোন ২৫ লক্ষ টাকা খুইয়েছে। আরুশির সঙ্গে এই বিষয়ে কথা হলে আরুশি টাকা ফেরত দিতে অস্বীকার করে।'
তিনি যোগ করেছেন, ‘এই ঘটনা দীপ্তির জন্য যথেষ্ট বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীপ্তি এই মুহুর্তে ইংল্যান্ড সফরের আগে বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়া প্রস্তুতি শিবিরে রয়েছে।’
যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেখানকার এসিপি সুকন্যা শর্মা জানিয়েছেন, ‘দীপ্তির ভাই সুমিত শর্মা অভিযোগ নিয়ে সদর থানায় যান। প্রাথমিকভাবে আমরা অভিযোগের কিছু সত্যতা খুঁজে পেয়েছি এবং বিএনএস ধারা ৩০৫ (এ) (চুরি), ৩৩১ (৩) (বাড়ি ভাঙা), ৩১৬ (২) (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) এবং ৩৫২ (শান্তিভঙ্গের উদ্দেশ্যে কাউকে অপমান করা) ধারায় এফআইআর দায়ের করেছি।’
আরুশি আগ্রা ডিভিশনে ভারতীয় রেলের জুনিয়র ক্লার্ক। সম্প্রতি সিনিয়র মহিলা আন্তঃজোনাল মাল্টি-ডে ট্রফিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল, যেখানে তিনি সেন্ট্রাল জোনের হয়ে প্রতিনিধিত্ব করেন।
আরও পড়ুন:- দাদা শন মার্শের পরে এবার মিচেল, IPL-এর ইতিহাসে দুই ভাইয়ের শতরান এই প্রথম
দীপ্তি শর্মার আন্তর্জাতিক কেরিয়ার
দীপ্তি শর্মা এখনও পর্যন্ত ভারতের হয়ে ৫টি টেস্ট, ১০৬টি ওয়ান ডে ও ১২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৩১৯, ওয়ান ডে ক্রিকেটে ২৩০০ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০৮৬ রান সংগ্রহ করেছেন তিনি। টেস্টে ২০টি, ওয়ান ডে ক্রিকেটে ১৩৫টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৩৮টি উইকেট নিয়েছেন দীপ্তি।