বাংলা নিউজ > ক্রিকেট > SA vs IND, 1st Test: শামির পরিবর্ত কে? প্রসিধ নাকি বাংলার মুকেশ? বক্সিং ডে টেস্টের আগে মুখ খুললেন রোহিত
পরবর্তী খবর
SA vs IND, 1st Test: শামির পরিবর্ত কে? প্রসিধ নাকি বাংলার মুকেশ? বক্সিং ডে টেস্টের আগে মুখ খুললেন রোহিত
1 মিনিটে পড়ুন Updated: 25 Dec 2023, 09:55 PM ISTTania Roy
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে মহম্মদ শামিকে না পাওয়া যাওয়াটা বড় মিস হবে, তা স্বীকার নিয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের সঙ্গে কে খেলবেন- মুকেশ কুমার নাকি প্রসিধ কৃষ্ণ? সেই বিষয়েও তিনি মুখ খুলেছেন ভারত অধিনায়ক।
রোহিত শর্মা এবং মহম্মদ শামি।
চোটে জর্জরিত ভারতের তারকা পেসার মহম্মদ শামি। যার জেরে শেষ পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। যেটা ভারতের কাছে বড় ধাক্কা। যখন এই টেস্ট সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছিল, তখনই শামির টেস্ট সিরিজে অংশগ্রহণ ফিটনেস সাপেক্ষ ছিল। কিন্তু শামি সময়ের আগে ফিট হয়ে উঠতে পারেননি। যে কারণে দক্ষিণ আফ্রিকায় সফর করা হয়নি তাঁর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে মহম্মদ শামিকে না পাওয়া যাওয়াটা বড় মিস হবে, তা স্বীকার নিয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন যে, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের সঙ্গে মুকেশ কুমার বা প্রসিধ কৃষ্ণের মধ্যে একজনকে শামির পরিবর্ত হিসাবে খেলানো হবে।
২০২১ সালে সেঞ্চুরিয়নে টেস্ট জয়ে একটি বড় ভূমিকা পালন করেছিলেন শামি। তবে এবার তাঁর বাঁ-গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেছেন, ‘ও (মহম্মদ শামি) বছরের পর বছর ধরে আমাদের দলের জন্য যা করেছে, সেটা অতুলনীয়। ওর না থাকাটা নিঃসন্দেহে একটি বড় ক্ষতি হবে। ওর অভাবটা থাকবেই। কিন্তু ওর জায়গায় কেউ না কেউ খেলবে। তবে শামির অভাব মেটানোটা খুব সহজ হবে না। তবে বাকি ছেলেদের নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’
মুকেশ না প্রসিধ- কে খেলবেন? প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘প্রসিধ (কৃষ্ণ) লম্বা বলে ওর প্রচুর বাউন্স করতে পারে। এবং মুকেশ আবার বল সুইং করতে পারে। আমাদের আজ (সোমবার) পিচ দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা। কাকে খেলানো হবে, আমরা ৭৫ শতাংশ প্রায় ঠিক করে ফেলেছি, ২৫ শতাংশ সিদ্ধান্ত আমরা ম্যাচের দিন নেব।’
প্রথম টেস্টে রোহিতের সঙ্গে কে ওপেন করবেন? শুভমন গিল নাকি যশস্বী জয়সওয়াল? তা নিয়েও জোর আলোচনা রয়েছে। রোহিত, শুভমন ওপেনিং জুটি এখন কিন্তু হিট। তাই এই দুই তারকা ওপেন করলে, তিন নম্বরে খেলতে পারেন যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলি সেক্ষেত্রে নামবেন চারে। পাঁচ নম্বরে খেলতে পারেন শ্রেয়স আইয়ার। উইকেটরক্ষক হিসাবে খেলবেন লোকেশ রাহুল। তিনি হয়তো ছয়ে ব্যাট করতে নামবেন। সাতে স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা নামতে পারেন। জাদেজার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন খেলবেন, নাকি আর এক অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে খেলানো হবে, তা নিয়ে প্রশ্ব রয়েছে। তিন পেসারের মধ্যে বুমরাহ এবং সিরাজের জায়গা পাকা। তৃতীয় পেসারের জায়গা নিয়ে লড়াই রয়েছে মুকেশ এবং প্রসিধের মধ্যে।