আজকের গুড মর্নিং ব্রিটেন পর্বটি সবচেয়ে আনন্দদায়ক খবর নিয়ে এসেছিল!
গতকাল গভীর রাতেই অবশ্য, পেপ্পা পিগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হয়ে গিয়েছিল ঘোষণা। পোস্টে দেখা যায়, ড্যাডি পিগ মাম্মি পিগের হাসপাতালের ব্যাগ নিয়ে রওয়ানা দিচ্ছে। আর সঙ্গে লেখা ‘অন দ্য ওয়ে…’। সঙ্গে ক্যাপশনে সবাইকে শান্ত হয়ে অপেক্ষা করার বার্তা দেওয়া হয়েছিল।
আর তারপর সকাল সকাল হয়ে যায় সেই অপেক্ষার অবসান। পিগ পরিবারের তৃতীয় ছোট্ট পিগিটির জন্ম হয়ে গিয়েছে। প্যাডিংটনের সেন্ট মেরি হাসপাতালে জন্ম হয়েছে এই খুদের। ভোর ৫.৩৪ মিনিটে আসে সে দুনিয়াতে। বলে রাখা ভালো, এই হাসপাতালেই কিন্তু জন্ম হয়েছে প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুইয়ের জন্ম দিয়েছিলেন।
একটা ছোট্ট বোনু হয়েছে পেপ্পা পিগের। আর পেপ্পার বোনের নাম রাখা হয়েছে এভি পিগ। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে নেট দুনিয়া এই খবর। এমনকী, প্রতিটা পোস্টই লক্ষাধিকবার শেয়ার করে নিয়েছেন আট থেকে আশিরা।

২০০৪ সালের মে মাসে প্রথম সম্প্রচার হয় পেপ্পা পিগ। বর্তমানে অন্যতম জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ এটি। যার দর্শক ছড়িয়ে রয়েছে ১৩০টিরও বেশি দেশে।