ছোট থেকেই চোখে স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয়ের। কিন্তু স্বপ্ন দেখার চোখ বাধ সাধতে চেয়েছে বারবার। হিমাচল প্রদেশের কিন্নাউর জেলার বাসিন্দা চোনজিন আংমো। দৃষ্টিশক্তি হারিয়েছেন বহু আগেই। কিন্তু হারাননি স্বপ্ন। মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন বারবার তাঁকে তাড়িয়ে বেড়েছে। অবশেষে সফল সেই স্বপ্ন। এভারেস্ট জয়ের সঙ্গে সঙ্গে রীতিমতো ইতিহাস গড়েছেন চোনজিন। ভারতে তিনিই প্রথম আদিবাসী নারী যিনি দৃষ্টিশক্তি না থাকতেও এভারেস্ট জয় করেছেন।
আরও পড়ুন - থামছে না চুরি, এবার চরম সিদ্ধান্ত নিলেন প্রবীণ সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, কী বললেন ভিডিয়োতে?
অনুপ্রেরণা হেলেন কেলার
২০২৪ সালে তিনি যাত্রা করেন এভারেস্টের উদ্দেশ্যে। অক্টোবরে এভারেস্টের শৃঙ্গ জয় করেন তিনি। হিমাচলের বাসিন্দা চোনজিনকে অনুপ্রেরণা জোগায় হেলেন কেলার। ‘দৃষ্টিশক্তি না থাকার চেয়েও ভয়ঙ্কর হল দৃষ্টি থাকতেও কোনও লক্ষ্য না থাকা। এই কথাটিই মনেপ্রাণে বিশ্বাস করেন চোনজিন।
বিশ্বে পঞ্চম এমন ব্যক্তি
মাত্র আট বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন আংমো। ভারত-তিব্বত বর্ডারের ছোট্ট গ্রাম চাঙ্গোতে তাঁর জন্ম। দৃষ্টিশক্তি হারালেও মনোবল কখনও কমেনি তাঁর। ধাপে ধাপে পড়াশোনার সব স্তরই সম্পূর্ণ করেছেন তিনি। সোমবার তিনি তাঁর এভারেস্ট জয়ের ইতিহাস লিপিবদ্ধ করেছেন। তিনি ভারতের এমন প্রথম নারী যিনি দৃষ্টিশক্তি ছাড়াই পৌঁছে গিয়েছেন এভারেস্ট চূড়ায়। বিশ্বের নিরিখে তিনি পঞ্চম এমন ব্যক্তি।