Aparna Sen: 'পদত্যাগ চাইছি না তবে মেয়েরা যাতে…' মমতাকে খোলা চিঠিতে কী লিখলেন অপর্ণা সেনরা?
1 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2025, 05:38 PM ISTঅপর্ণা জানিয়েছেন, পুলিশ যেখানে কাজ করে সেখানেও মেয়েরা রয়েছেন। সেখানেও তাঁদের জন্য় ভালো পরিবেশ থাকা দরকার।
অপর্ণা জানিয়েছেন, পুলিশ যেখানে কাজ করে সেখানেও মেয়েরা রয়েছেন। সেখানেও তাঁদের জন্য় ভালো পরিবেশ থাকা দরকার।
এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন নাগরিক চেতনা মঞ্চ। অভিনেত্রী অপর্ণা সেন সহ অন্য়ান্যরা এনিয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। সেই চিঠির বিষয়টি কিছুটা পড়ে শোনান তিনি। নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অপর্ণা। তিনি বলেন, পশ্চিমবঙ্গ নারীদের জন্য নিরাপদ বলে দাবি করা হয়। কিন্তু যেটা বলা হয় আর বাস্তব যেটা রয়েছে সেটার মধ্য়ে কতটা ফারাক রয়েছে সেটাও তুলে ধরেন তাঁরা। প্রসঙ্গত এর আগে আরজি করের ঘটনায় অপর্ণা চিকিৎসকদের অনশনমঞ্চে গিয়েছিলেন।
অপর্ণা বলেন, আমরা চিরকাল ভাবি পশ্চিমবঙ্গ একটি নিরাপদ রাজ্য, এখানে মেয়েদের নিরাপত্তা রয়েছে। কিন্তু এই ধারণা ও বাস্তব পরিস্থিতির মধ্য়ে কোথাও তফাত রয়েছে। বার বার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই তফাতটা যেন না থাকে। পশ্চিমবঙ্গ যেন সত্যি সত্যি নিরাপদ রাজ্য হয়ে ওঠে। জানিয়েছেন অপর্ণা।
অপর্ণা জানিয়েছেন, পুলিশ যেখানে কাজ করে সেখানেও মেয়েরা রয়েছেন। সেখানেও তাঁদের জন্য় ভালো পরিবেশ থাকা দরকার। মেয়েরা যাতে নিরাপদে এক জায়গা থেকে অন্য় জায়গায় যেতে পারেন তার জন্য পরিবহণ বিভাগেরও সংশোধন করা দরকার। স্কুলগুলিতে লিঙ্গ সচেতনতা তৈরিরও প্রয়োজন বলে জানানো হয়েছে।