মুর্শিদাবাদে দাঙ্গার বিরুদ্ধে বার্তা দিতে গিয়ে রাজ্যে দাঙ্গার ইতিহাত স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বললেন, মানুষে মানুষে ভাগ করার আগে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন। আমি সবচেয়ে খুশি হব।
এদিন মমতা বলেন, ‘১৯৯২ সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি। বামফ্রন্ট আমলে আমি কাটরা মসজিদে এসেছিলাম। তখন ৪০ জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদের দাঙ্গায়। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা তো নিশ্চই চান না। আমি আপনাদের মাথার ওপরে যখন আছি আমি আপনাদের বলব, দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনও ধর্মীয় সংগঠনের কথা শুনে, মৌলবাদীদের কথা শুনে কোনও প্ররোচিত হবেন না। কোনও ভাগাভাগি করবেন না।’
মুখ্যমন্ত্রীর আবেদন, ‘মানুষে মানুষে ভাগ করবেন না। মানুষে মানুষে ভাগ করার আগে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন। আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনও দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে।'
তিনি বলেন, ''মানুষ দাঙ্গা করে না। দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়। তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। কারও কথায় দাঙ্গা করবেন না। যদি আপনারা আমাকে এই কথা দিতে পারেন তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলে দিদি কিন্তু থাকবে না। আমি আলো দেখতে চাই, অন্ধকার দেখতে চাই না।’