মঙ্গলবার সাত সকালে কলকাতা সহ তিন জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অনেকেই। কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। পূর্ব বর্ধমানে লরির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পূর্ব মেদিনীপুরে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। এছাড়া এদিন সকালে ফের কলকাতার মা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দুর্ঘটনায় আহত ২ বাম কর্মী, হাসপাতালে নিয়ে গিয়ে টাকা জমা করলেন তৃণমূল জেলা সভাপতি
জানা গিয়েছে, এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কেরিলি গ্রামের পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ঢুকে পড়ে বসত বাড়িতে। তার আগে একটি বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় ওই বাইক আরোহীর। এছাড়া আহত ২ ব্যক্তি। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, আজ সকালে মেমারির দিক থেকে তারকেশ্বরের দিকে যাওয়ার সময় লরিটি বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে। মৃত ব্যক্তির নাম শেখ শওকত । এছাড়া আহত এক মহিলা ও এক শিশু। তাদের চিকিৎসার জন্য বর্ধমান নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের দীঘা–নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঘটনায় আহত হন অনেকেই। আহত বাসযাত্রীদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও নার্সিংহোমে চিকিৎসা করা হয়। দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ। যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার নাচিন্দা বাজার সংলগ্ন খড়িকা পুকুরিয়ার কাছে এদিনের দুর্ঘটনা ঘটে। বাসটি এগরা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সকালে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।