আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকে সেমেস্টার প্রথা চালু হচ্ছে। অর্থাৎ পুরনো প্রথায় ২০২৫ সালেই শেষবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হল। সেই পরিস্থিতিতে এবার যাঁরা অকৃতকার্য হয়েছেন, তাঁদের কোন প্রথায় ফের পরীক্ষা দিতে পারবেন, তা নিয়ে কিছুটা ধন্দ ছিল। সেই ধন্দ কাটিয়ে দিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, যে পড়ুয়ারা এবার উত্তীর্ণ হতে পারেননি, তাঁরা পুরনো প্রথায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আবার যাঁরা সেমেস্টার প্রথায় পরীক্ষা দিতে চান, তাঁদেরও সেই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। আর তাঁরা কোন প্রথায় পরীক্ষা দেবেন, সেটা সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমে আবেদন করতে হবে। একটি ডিক্ল্যারেশন ফর্ম দিতে হবে সংশ্লিষ্ট পড়ুয়াদের। একবার তাঁরা নিজেদের পছন্দ জানিয়ে দিলে আর সেটা পরিবর্তন করতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষা সংসদের সভাপতি।
২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিসংখ্যান
মোট ৪,৭৩,৯১৯ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছেন ৪,৩০,২৮৬ জন। মোট পাশের হার হল ৯০.৭৯ শতাংশ। আর ৯৩ শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়েছেন। ছাত্রীদের পাশের হার হল ৯০.৭৯ শতাংশ।
কীভাবে HT বাংলা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) হিন্দুস্তান টাইমস বাংলায় (betvisacasinos.com) আসুন। HT বাংলা খুললেই দেখতে পাবেন ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫ LIVE’। সেখানে ক্লিক করতে হবে।
২) এবার যে নয়া পেজ খুলে যাবে, সেখান থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন। রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিতে হবে। ‘ফলাফল চেক করুন’ বাটনে ক্লিক করুন।
৩) ওই বাটনে ক্লিক করার পরেই ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।
আরও পড়ুন: HS 2026 Full Routine: 'বছরে ২টো উচ্চমাধ্যমিক' পরেরবার থেকে! কবে কোন সেমেস্টারের পরীক্ষা? রইল রুটিন
হিন্দুস্তান টাইমস বাংলায় যে রেজাল্ট দেখা যাবে, তাতে প্রতিটি বিষয়ের থিওরির নম্বর, প্রতিটি বিষয়ের প্র্যাকটিকালের নম্বর, প্রতিটি বিষয়ের সর্বমোট নম্বর, প্রতিটি বিষয়ের প্রাপ্ত গ্রেড, প্রতিটি বিষয়ের পার্সেন্টাইল, মোট নম্বর, মোট নম্বরের নিরিখে প্রাপ্ত গ্রেড এবং মোট নম্বরের নিরিখে পার্সেন্টাইল দেখতে পারবেন।
HT বাংলায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন
উচ্চমাধ্যমিকের সেরা ১০ জেলা (পাশের নিরিখে)
১) পূর্ব মেদিনীপুর: ৯৫.৭৪ শতাংশ।
২) উত্তর ২৪ পরগনা: ৯৩.৫৩ শতাংশ।
৩) কলকাতা: ৯৩.৪৩ শতাংশ।
৪) দক্ষিণ ২৪ পরগনা: ৯৩.২১ শতাংশ।
৫) পশ্চিম মেদিনীপুর: ৯২.৯৫ শতাংশ।
৬) কালিম্পং: ৯২.৭১ শতাংশ।
৭) নদিয়া: ৯২.৬৩ শতাংশ।
৮) হাওড়া: ৯১.৯৯ শতাংশ।
৯) হুগলি: ৯১.৩৭ শতাংশ।
১০) বীরভূম: ৯১.২৪ শতাংশ।