বিজেপি ছেড়ে দিয়েছি, এই মুচলেকা দিতে তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ এসেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে। ঘটনায় পুলিশে অভিযোগ করেছেন নির্যাতিতার স্বামী। নির্যাতিতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি।
আরও পড়ুন - শিয়ালদায় আসছে AC লোকাল ট্রেন, ভাড়া শুনলে আজই বিক্রি করে দেবেন চার চাকা গাড়ি
পড়তে থাকুন - ‘কেন্দ্রীয় বাহিনী পাঠান, নিষিদ্ধ করুন ওদের,' যাদবপুরে অবাক প্রস্তাব শুভেন্দুর
নির্যাতিতার স্বামীর দাবি, তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। তাঁর স্ত্রী আগে বিজেপি করতেন। সেজন্য ওষুধের দোকানটি বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল স্থানীয় তৃণমূল নেতারা। চাপের মুখে বেশ কিছুদিন আগে বিজেপির সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন তাঁর স্ত্রী। সেকথা লিখে জানানোর জন্য রবিবার মহিলাকে তৃণমূল পার্টি অফিসে ডেকে পাঠানো হয়। মহিলা মুচলেকা দিতে তৃণমূল পার্টি অফিসে গেলে তাঁর ওপর নির্যাতন করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতি তাঁর ওপর নির্যাতন চালান বলে দাবি। যার জেরে অসুস্থ হয়ে পড়েন মহিলা।
মহিলার স্বামী জানিয়েছেন, আমার স্ত্রী তৃণমূল পার্টি অফিসে মুচলেকা দিতে গিয়েছিলেন। হঠাৎ খবর পাই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি গিয়ে তাঁকে যে অবস্থায় দেখেছি তাতে নিশ্চিত ওনাকে ধর্ষণ করা হয়েছে।
এই ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছে শাসক তৃণমূল। শাসকদলের জেলার এক নেতা বলেন, এরকম কিছু ঘটতে পারে বলে বিশ্বাস হয় না। তবে ঘটে থাকলে দোষীদের অবশ্যই সাজা হবে। পুলিশ তার মতো করে পদক্ষেপ করবে।
আরও পড়ুন - টাকার জন্য ৫ বছরের মেয়েটাকেও ছাড়ল না ওরা, হাতেনাতে ধরলেন সরকারি চিকিৎসকরা
এই ঘটনার প্রতিবাদে রবিবার জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। তাদের দাবি, মহিলার স্বামী বার বার থানায় তৃণমূলের অত্যাচারের কথা বললেও আইসি কোনও পদক্ষেপ করেননি। পুলিশ তৃণমূল নেতার মতো আচরণ করছে।