জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য যথেষ্ট। বৈদিক জ্যোতিষ গণনা অনুসারে, শনিদেবের গতি সবচেয়ে মন্থর। তারফলে তাঁর গতির প্রভাব সবচেয়ে বেশি দিন ধরে পড়ে বিভিন্ন রাশিতে। শনির সাড়েসাতি, ঢাইয়ার মতো প্রভাব বহু রাশিকে নানান বিপত্তির মুখে ফেলে দেয়। এবার আসন্ন সময়ে শনিদেব তাঁর নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। বলা ভালো, রাত পোহালেই শনিদেবের নক্ষত্র পরিবর্তন। ২৭ ডিসেম্বর রয়েছে শনিদেবের পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের পালা। তারফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রভাব পড়বে। তবে তারই মধ্যে থেকে বহু রাশি লাভও পাবেন। দেখা যাক, কারা কারা লাভ পাবেন।
শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা কারা রয়েছেন এই লাভের তালিকায়? দেখে নিন। কর্মফলদাতা শনিদেবের নক্ষত্র গোচরের ফলে লাকি রাশির তালিকা দেখে নিন।
মকর
এই সময় হঠাৎ হঠাৎ করে টাকা হাতে এসে যেতে পারে। আটকে থাকা টাকা এই সময় ফেরত পেতে পারেন। বিদেশের সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগের দিক থেকে ভালো সময় এইটি। চাকরিরতরা অফিসে সিনিয়রদের সাহায্য পাবেন। আপনার কথা বলার ধরণে এই সময় প্রভাব পড়বে। আপনার কথায় অনেকেই এবার কর্মস্থলে আকৃষ্ট হবেন। আপনার আর্থিক স্থিতি এই সময় খুবই ভালোর দিকে যাবে। বন্ধুর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।
মিথুন
শনিদেব আপনার রাশিতে নবম স্থানে রয়েছেন। ফলে আপনি সব কাজে আপনার ভাগ্যের সাহায্য পেতে পারেন। আপনি কোনও নতুন চাকরি এই সময় পেতে পারেন। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য এই সময় দারুন ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সময় সফল হতে পারেন। সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই সময়। দেশ বিদেশে এই সময় যাত্রা করতে পারেন। এই সময় কোনও ধার্মিক ও মাঙ্গলিক কাজে অংশ নিতে পারেন।
কুম্ভ
আপনাদের জন্য শনিদেবের নক্ষত্র পরিবর্তন বেশ লাভদায়ক হবে। শনিদেব আপনার রাশিতেই সঞ্চরণ করছেন। আপনি যে কাজ করেন, তার কার্যশৈলীতে আলাদা করে উজ্জ্বলতা আসবে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। কোথাও নতুন জমি সম্পত্তি কিনতে পারেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা পেশাগত সমস্যা থেকে এবার মুক্তি পেতে পারেন। আপনার নেতৃত্বের ক্ষমতা আর সিদ্ধান্ত নেওয়ার শক্তি আগের থেকে বাড়বে। বিবাহিতদের দাম্পত্য জীবন আগের থেকে ভালো কাটবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।