বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমান জয়ন্তী একটি গুরুত্বপর্ণ দিক। এমন দিনে পড়ছে পূর্ণিমা। এই দিনে কোনও না কোনও একটি বিশেষ গ্রহের সংযোগ থেকে যায়। হনুমান জয়ন্তী ১২ এপ্রিল ২০২৫ সালে পালিত হতে চলেছে। এই দিনে বহু দুর্লভ যোগ তৈরি হচ্ছে। এই সময় পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে। বুধ, শুক্র, শনি, রাহু, সূর্যকে নিয়ে তৈরি হবে যোগ। যা ৫৭ বছর পর মীন রাশিতে তৈরি হতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, লাকি রাশিদের তালিকা।
বৃষ
আপনাদের জন্য পঞ্চগ্রহী যোগ লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি হতে শুরু করবে। আয়ের নতুন রাস্তা খুলবে। মনে আলাদা উৎসাহ দেখা দেবে। চাকরিরতদের পদোন্নতি দেখা দেবে। কোনও আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। সমাজে মান সম্মান বাড়বে। আপনার বিনিয়োগে লাভের যোগ তৈরি হবে।
( Chaitra Purnima 2025: চৈত্র পূর্ণিমা ২০২৫ কবে? তিথি শুরু কখন থেকে! রইল পঞ্জিকামতে তারিখ, সময়কাল)
মিথুন
পঞ্চগ্রহী যোগ তৈরির ফলে মিথুন রাশিতে ভালো সময় শুরু হবে। এই যোগ আপনার গোচর কুণ্ডলীতে কর্মভাবে তৈরি হবে। আপনার কাজ, ব্যবসায় উন্নতির যোগ দেখা যাবে। কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ আধিকারিকদের সহায়তা পাবেন। আপনার বহু ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পেতে পারেন লাভ। চাকরিরতরা মনের ইচ্ছা অনুযায়ী ট্রান্সফার পেতে পারেন।
কর্কট
আপনাদের জন্য পঞ্চগ্রহী যোগের নির্মাণ হওয়া লাভপ্রদ প্রমাণিত হবে। আপনার রাশিতে নবমভাবে এই যোগ তৈরি হতে চলেছে। এই সময় সব কাজে আপনি ভাগ্যের সমর্থন পাবেন। প্রতিযোগিতায় যাঁরা অংশ নিচ্ছেন, তাঁরা এই সময় সুফলের মুখ দেখতে পাবেন। কর্মস্থলে থাকবে কাজের অনুকূল পরিস্থিতি। কিছু কিছু দিক থেকে বড় সাফল্য পেতে পারেন। বহু আর্থিক কষ্ট থেকে এই সময় পাবেন মুক্তি।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইম বাংলা।)