ধনু,মকর,কুম্ভ,মীনের মধ্য়ে আজ ২৫ মে ২০২৫ সালে কাদের ভাগ্যে রয়েছে উন্নতি, কাদের লড়াই জারি রাখতে হবে, তার হদিশ দিচ্ছে রাশিফল। আজ রবিবার, ধনু,মকর,কুম্ভ,মীনের মধ্যে আজ কাদের ভাগ্যে উন্নতি রয়েছে, তা দেখে নিন। রবিবার ভোরেই দেখে নিন আজ উন্নতি, সুখ, বিলাসিতা কাদের ভাগ্যে রয়েছে। রাশিচক্রের শেষ ৪ রাশির মধ্যে কাদের ভাগ্যে প্রেম, অর্থ, শিক্ষা তুঙ্গে থাকতে চলেছে। জ্যোতিষমতে রইল রাশিফল।
ধনু
আজকের দিনটি আপনার জন্য ভালো কাটতে চলেছে। কারিগরি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা কিছু বড় কাজ করার সুযোগ পাবেন। আপনার ব্যবসায় ভালো লাভ হওয়ায় আপনি খুব খুশি হবেন। আপনার স্ত্রীর কাছ থেকে আপনি একটি আশ্চর্যজনক উপহার পেতে পারেন। ব্যবসায়িক কাজে ভ্রমণে যেতে পারেন। আপনার কাজের জন্য আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে।
( বিষয়টা ‘কাশ্মীরের সংঘাত নয়..জঙ্গি হানা’! ইউরোপের বুকে সন্ত্রাস নিয়ে পাক-মুখোশ টেনে খুললেন জয়শংকর)
( শনিদেব হাতে গোনা ক'দিন পরই আসছেন ত্রিএকাদশ যোগ নিয়ে! এই ৩ রাশিতে কী কী লাভ?)
( বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী বলছে ২০২৫ সালে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এই ৫ রাশির! কারা লাকি?)
মকর
আপনার খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। বন্ধুদের সাথে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। যেকোনো কাজে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে। আপনার স্ত্রীর কাছ থেকে কোনও কিছু লুকানো এড়িয়ে চলতে হবে। ব্যক্তিগত বিষয়ে আপনার সমন্বয় বজায় রাখা দরকার। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা কিছু ভালো খবর শুনতে পারেন।