Video: চুলের মুঠি ধরে যুব কংগ্রেস নেতাকে সর্বসমক্ষে হেনস্থা! কী জানাল পুলিশ?
ক্যামেরার সামনেই দেখা গেল এই দৃশ্য। এক যুব কংগ্রেস নেতাকে এভাবেই হেনস্থা করার ছবি উঠে আসে দিল্লিতে। চুলের মুঠি ধরে চলে হেনস্থা। দিল্লিতে তখন প্রতিবাদে উত্তাল কংগ্রেস নেতারা। রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতা সনিয়া গান্ধীর জিজ্ঞাসাবাদ নিয়ে ক্ষোভে ফুঁসছেন। প্রতিবাদে সরব হয়ে সংসদভবন থেকে রাষ্ট্রপতিভবন পর্যন্ত ধরনায় যোগ দেন রাহুল। মঙ্গলবার রাহুল গান্ধী সমেত বহু কংগ্রেস নেতা আটক হন। তখনই ওই যুব কংগ্রেস নেতা বিভি শ্রীনিবাসকে এভাবে মারধর করতে দেখা যায়। ঘটনা নিয়ে মুখ খোলে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের খোঁজ চলছে। পরিচিতি পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।