Updated: 22 May 2020, 06:32 PM IST
HT Bangla Correspondent
করোনার জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর ওপর এখন সবার নজর। তারমধ্যেই WHO-এর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন।
দায়িত্ব নিয়ে তিনি সব সদস্য দেশদের ধন্যবাদ দিলেন। যারা স্বজন হারিয়েছেন করোনায় তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন হর্ষবর্ধন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যে সব চ্যালেঞ্জের সম্মুখীন হন, প্রথম ভাষণে উঠে এল তার একাংশ। কীভাবে সারা দেশের জন্য আয়ুষ্মান ভারত বিমা প্রকল্প চালু করছে কেন্দ্র, সেই কথাও জানান তিনি। দেখুন তার পুরো বক্তব্য-