Updated: 26 Aug 2020, 10:48 PM IST
HT Bangla Correspondent
এখনও পর্যন্ত যে সব সম্ভাব্য করোনা টিকার কথা শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম হল অক্সফোর্ডের কোভিড টিকা। ভারতে এই টিকা তৈরী করবে সেরাম ইনস্টিটিউট। এবার মানুষের ওপর এই টিকার কার্যকরীতা জানার জন্য পরীক্ষা শুরু হল ভারতে। পুনেতে পাঁচ জন স্বেচ্ছাসেবক নিলেন এই ডোজ। আইসিএমআর গাইডলাইনস মেনেই পুরো প্রক্রিয়াটি সংগঠিত হয়। পুনের ভারতী হাসপাতালে এই টিকা দেওয়া হয়। এই পাঁচ স্বেচ্ছাসবকের শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিৎসকরা।