Updated: 21 Aug 2020, 09:17 PM IST
HT Bangla Correspondent
মাস্ক যাতে মানুষ পরে, তার জন্য নানান রকম জনসচেতনতামূলক কার্যকলাপ করছে প্রশাসন। কিন্তু অতি উৎসাহে অনেক জায়গায় আইন নিজের হাতে নিয়ে নিচ্ছেন প্রশাসনের একাংশ মাস্ক পরানোর জন্য। তেমনই ঘটনার কথা জানা গেল উত্তর প্রদেশের বালিয়ায়।
উপ জেলাশাসক অশোক চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি লাঠি নিয়ে লোকজনদের মারছেন মাস্ক না পরার জন্যে। তাঁকে সঙ্গত করছে কিছু পুলিশকর্মী যারা মনের আনন্দে হাত সুখ করছেন জনগণকে পিটিয়ে। ভিডিওয়ে দেখা যাচ্ছে যে রীতিমত দোকানের মধ্যে প্রবেশ করে যারা মাস্ক পরেনি তাদের রাস্তায় নিয়ে এসে মারা হচ্ছে।
এই নিয়ে অভিযোগ দায়ের করার পর আমলাকে সাসপেন্ড করেছ খোদ মুখ্যমন্ত্রীর দফতর।