বাংলা নিউজ >
দেখতেই হবে > Candidate rides buffalo Video: মোষে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন প্রার্থী! কোথায় ঘটল?
Candidate rides buffalo Video: মোষে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন প্রার্থী! কোথায় ঘটল?
Updated: 04 May 2024, 07:17 PM IST Sritama Mitra সদ্য পুরুলিয়া জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন অজিত প্রসাদ মাহাতো। তিনি আদিবাসী কুড়মি সমাজের সমর্থিত নির্দল প্রার্থী। মিছিল ঘিরে ছিল চোখে পড়ার মতো ভিড়। রাঁচি রোডের গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে মিছিল করে পুরুলিয়ায় জেলাশাসকের কার্যালয়ে আসে এই মিছিল। এই গোটা পর্বে অজিত মাহাতোকে দেখা যায় মোষে চেপে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। কেন এমন উদ্যোগ। জানালেন অজিত মাহাতো।