বাংলা নিউজ >
দেখতেই হবে >
Devlina: খোলা পিঠ, ট্রামে করে একাকী ঘুরছেন, দেবলীনা বলছেন, 'আমার সুখ-দুঃখ সবকিছুর সাক্ষী...'
Updated: 31 May 2024, 08:27 PM IST
লেখক Ranita Goswami
পরনে পিওর সিল্ক শাড়ি, সঙ্গে দড়ি বাঁধা হল্টার নেক ব্লাউজ, পায়ে স্নিকার্স, চোখে রোদচশমা। একপ্রকার খোলা পিঠে শাড়ির আঁচল ফেলে ট্রাম ডিপো সংলগ্ন এলাকা ধরে হাঁটতে দেখা গেল দেবলীনা কুমারকে। তারপর টুক করে উঠে পড়লেন ট্রামে। গালে হাত দিয়ে ট্রামের জানালার বাইরে দিয়ে তাকাতে তাকাতে উদাস হয়ে পথ চলা। ভিডিয়োটির ব্য়াকগ্রাউন্ডে রবীন্দ্রনাথের 'আমার মন মানে না' গান জুড়েছেন দেবলীনা কুমার।_________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: http://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: http://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: http://www.instagram.com/htbangla/?hl=en #deblina #tollywood