Eta Amader Golpo: ২৫-এ পা, সেলিব্রেশনে 'এটা আমাদের গল্প'-এর তারকারা
Updated: 25 May 2024, 06:29 PM IST সম্পাদনা করেছেন Ranita Goswami অভিনেত্রী হিসাবে তিনি পরিচিত মুখ, তবে পরিচালনায় এলেন এই প্রথম।গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে মানসী সিনহা পরিচালিত ছবি ‘এটা আমাদের গল্প’। যে ছবির কেন্দ্রীবক্স অফিস রিপোর্ট তো অন্তত তেমনটাই বলছে। ছবির প্রশংসা শোনা যাচ্ছে দর্শকদের মুখে মুখে। ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে প্রায় ১ মাস ধরে সাফল্যের সঙ্গে চলছে ‘এটা আমাদের গল্প’।কিছুদিন আগেই ছবির ২৫ দিন উপলক্ষে স্টার থিয়েটারে হয়েছিল বিশেষ উদযাপন। সেই সেলিব্রেশনে উপস্থিত হন 'এটা আমাদের গল্প'-এর তারকারা।