হুগলির ত্রিবেণীতে শুরু ৩ দিনের কুম্ভমেলা! ভূমিপুজোর মধ্য দিয়ে হল সূচনা
Updated: 05 Feb 2025, 10:00 PM IST Sayani Rana প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। আর হুগলির ত্রিবেণীতে ভূমি পুজোর মধ্য দিয়ে সূচনা হল তেমনই এক কুম্ভমেলার। বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে আয়োজন হয় যজ্ঞের। গত তিন বছর ধরে মাঘ মাসের সংক্রান্তিতে ত্রিবেণীতে এই কুম্ভ মেলা হয়ে আসছে। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।