২০২২ আইপিএল-এ আত্মপ্রকাশ করেছিল গুজরাট টাইটানস। চলতি মরশুমে প্রথম দল হিসাবে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করল তারা। মঙ্গলবার পুণের এমসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ২০২২-এর ৫৭তম লিগ ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট দল লখনউ সুপার জায়ান্টসকে ৬২ রানে পরাজিত করে। এর সাথে গুজরাট টাইটানস আইপিএল-এর চলতি মরশুমে প্লে অফে পৌঁছানোর প্রথম দল হয়েছে। গুজরাটের অ্যাকাউন্টে এখন ১৮ পয়েন্ট রয়েছে। প্লে অফে পৌঁছনোর জন্য অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিজের খেলোয়াড়দের প্রশংসা করেছেন।
ম্যাচের পর হার্দিক বলেন, ‘কখনও ভাবিনি যে আমরা এই আইপিএলে এই পর্যায়ে পৌঁছতে পারব। আমাদের খেলোয়াড়দের প্রতি আমাদের আস্থা ছিল কিন্তু আমরা কখনই ভাবিনি যে ১৪টি ম্যাচের আগেই আমরা প্লে অফে পৌঁছে যাব। আমি সাই কিশোরকে খুব ভালো বোলার মনে করি। আমাদের দলে অনেক ভালো ফাস্ট বোলার আছে, যার কারণে তারা সুযোগ পাচ্ছে না। যদিও আজ পিচ অনুযায়ী তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
বোলারদের প্রশংসা করে হার্দিক বলেন, ‘আমরা জানতাম যে আমরা এই স্কোর রক্ষা করতে পারব। আমাদের বোলিংয়ে এমন ক্ষমতা আছে যে আমরা এই ধরনের ম্যাচ জিততে পারি। আমরা যদি আমাদের দলে সাফল্য পাই তবে আমরা বিশ্বাস করি যে পুরো দল সাফল্য পেয়েছে এবং যখন দল হেরে যায় তখন আমরা মনে করি পুরো দল হেরেছে। আমরা কোনও একজন খেলোয়াড়কে দোষ দিই না যে আমরা তার কারণে ম্যাচ হেরেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।